লালকেল্লায় পতাকা তুলে মোদি বললেন, 'আবার ফিরব'
ভারতের স্বাধীনতা দিবসে দিল্লির লালকেল্লায় পতাকা তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভাষণের প্রথমেই বললেন, মণিপুর নিয়ে। দিলেন আবার জেতার ইঙ্গিত। সেখানে দেশবাসীকে সম্বোধন করলেন 'আমার প্রিয় পরিবারের সদস্য' বলে। এতদিন পর্যন্ত অভিযোগ ছিল, অশান্ত মণিপুর নিয়ে মোদি চুপ। তবে এবার স্বাধীনতা দিবসের ভাষণে তিনি প্রথমেই মণিপুর নিয়ে বললেন। সেইসঙ্গে জানিয়ে দিলেন, মানুষের তার ওপর ভরসা থাকলে, পরের বছর ১৫ অগাস্টেও তিনিই লালকেল্লায় আবার ফিরে আসবেন। অর্থাৎ, ভোটে জিতলে তিনিই প্রধানমন্ত্রী হবেন।
মোদি বলেন, ‘পুরো দেশ মণিপুরের পাশে আছে।’ মোদি আরও বলেন, ‘গত কয়েক সপ্তাহ ধরে মণিপুরে সহিংসতা হয়েছে। অনেক মানুষ প্রাণ হারিয়েছেন। আমাদের মা, বোনেদের মর্যাদাহানি হয়েছে। কিন্তু, এখন ধীরে ধীরে সেখানে শান্তি ফিরছে।’
আবার প্রধানমন্ত্রী হওয়ার ইঙ্গিত
মোদি বলেন, ‘দেশের মানুষের ভরসা যদি আমার ওপরে থাকে, তাহলে আগামী বছর আমি আবার লালকেল্লায় এভাবে ফিরে আসব। যে সব প্রকল্পের সূচনা করেছি, সেই সব প্রকল্পের উদ্বোধনও আমার ভাগ্যে লেখা আছে বলে মনে হচ্ছে।’
অনাস্থা বিতর্কেও মোদি বলেছিলেন, বিজেপি আবার ক্ষমতায় আসবে। তিনিই আবার প্রধানমন্ত্রী হবেন। এবার স্বাধীনতা দিবসের ভাষণে একই ইঙ্গিত দিলেন তিনি। দেড় ঘণ্টার ভাষণে তিনি যেমন নিজের সরকারের সাফল্যের কথা বলেছেন, তেমনই সমালোচনা করেছেন বিরোধীদের।
মোদির দাবি, তিনি থাকলে পাঁচ বছরের মধ্যে ভারত অর্থনীতির শক্তিতে তিন নম্বর দেশ হবে। তার কথায়, এটা ‘মোদি গ্যারান্টি’।
মোদি এদিন ১৫ হাজার কোটি টাকার বিশ্বকর্মা প্রকল্পের কথা ঘোষণা করেন। এটা মূলত কর্মকার, ধোপা, নাপিত, স্বর্ণকার-সহ বিভিন্ন পেশের সঙ্গে যুক্ত মানুষরা সাহায্য পাবেন।