মুক্তির আগেই মারা গেল বিশ্বের সবচেয়ে বয়স্ক তিমি
৫০ বছরেরও বেশি সময় ধরে বন্দি অবস্থায় ছিল ঘাতক তিমি ললিতা। বয়স্ক এই তিমিটিকে মুক্তির ঘোষণাও দেওয়া হয়েছিল। তবে, মুক্তির আগেই বন্দি অবস্থায় মারা গেল তিমিটি। গত শুক্রবার ফ্লোরিডার মিয়ামি সী অ্যাকুরিয়ামে মারা যায় প্রাণীটি। আজ রোববার (২০ আগস্ট) এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে ললিতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে মিয়ামি সী অ্যাকুরিয়াম কর্তৃপক্ষ। ওই পোস্টে বলা হয়, সর্বশেষ ৪৮ ঘণ্টা ধরে বিরক্তিকর উপসর্গগুলো প্রদর্শন করেছিল। এবং শেষ পর্যন্ত মারা যায়। রেনাল সমস্যার কারণে ললিতা মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।
৫৬ বছর বয়সী তিমি ললিতা ফ্লোরিডার মিয়ামি সী অ্যাকুরিয়ামের অন্যতম আকর্ষক ছিল। কয়েক দশক ধরে এই অ্যাকুরিয়ামে রয়েছে তিমিটি। সেখানে আসা দর্শনার্থীদের আনন্দ দিত ললিতা। তিমিটিকে তার এলাকায় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল অ্যাকুরিয়াম কর্তৃপক্ষ। ললিতাকে মুক্তি দেওয়ার জন্য সর্বশেষ কয়েক বছর ধরে চেষ্টা করছে প্রাণী কল্যাণ কর্মীরা।
১৯৭০ সালের আগস্টে বন্দি করা হয় ঘাতক তিমি ললিতাকে। ওই সময়, সামুদ্রিক প্রাণী শিকারিরা স্থানীয় জেলেদের সহায়তায় কম বয়সী তিমির শিকার করতেন। আটক তিমিগুলো বিক্রি করা হতো অ্যামিউজমেন্ট পার্কগুলোতে।
তিমির এই বিশেষ জাতকে ২০০৫ সালে বিপন্ন প্রজাতি হিসেবে তালিকাভুক্ত করা হয়। অবাধে এসব প্রাণী শিকার করার ফলেই অবশেষে বিপন্ন প্রজাতির তালিকায় নাম লেখায় সাগরে দাপিয়ে বেড়ানো এই প্রাণী।