জি-২০ সম্মেলনে থাকছেন না পুতিন
আগামী মাসে ভারতে হবে জি-২০ সম্মেলন। এই সম্মেলনেও থাকবেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আজ শুক্রবার (২৫ আগস্ট) ক্রেমলিন থেকে এ তথ্য জানানো হয়েছে। খবর আল-জাজিরার।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ আজ বলেন, ‘ভ্রমণ বর্তমানে পুতিনের এজেন্ডায় নেই। কারণ, তিনি বিশেষ সামরিক অভিযানে মনোনিবেশ করছেন।’ বিশেষ এই সামরিক অভিযানকে ক্রেমলিন ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধকে বুঝিয়ে থাকে।
আল-জাজিরা বলছে, পুতিনের দেশে থাকার আরেকটি কারণ রয়েছে। ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে রুশ প্রেসিডেন্টের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। ভারতে গেলে গ্রেপ্তারও হতে পারেন তিনি। তবে, ইউক্রেনে যুদ্ধাপরাধের মতো কোনো ঘটনা না করার দাবি করে আসছে ক্রেমলিন। ভারতে গ্রেপ্তারের বিষয়টি নিয়ে পেসকভকে প্রশ্ন করা হলেও তিনি কোনো মন্তব্য করেননি।
গত বছর ইন্দোনেশিয়ায় জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই বারও সম্মেলনেও যোগ দেননি পুতিন। গত সপ্তাহে দক্ষিণ আফ্রিকায় হওয়া সম্মেলনেও সশরীরে যোগ দেননি রুশ প্রেসিডেন্ট।
আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর বিশ্বের বৃহৎ ২০ অর্থনীতির দেশের জোট জি-২০-এর সম্মেলন অনুষ্ঠিত হবে। আয়োজক দেশ ভারতের আশা, এই সম্মেলনের মাধ্যমে সদস্য দেশগুলোর ভূরাজনৈতিক সমস্যার সমাধান হোক। আজ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে এক প্রশ্নের জবাবে জি-২০ শীর্ষ সম্মেলনের আলোচক অমিতাভ কান্ত এ তথ্য জানান।
অমিতাভ কান্ত বলেন, ‘অর্থনীতির প্রবৃদ্ধি চায় জি-২০। কিন্তু, যুদ্ধ খাদ্য, জ্বালানিসহ বিভিন্ন বিষয়ে চ্যালেঞ্জ এনে দেয়। যুদ্ধ আমাদের সৃষ্টি নয়। আমাদের চ্যালেঞ্জ, উন্নয়নমূলক বিষয়গুলোকে সামনে রাখা।’