জলবায়ু সংকট একটি শিশু অধিকার সংকট : ইউনিসেফ
জলবায়ু সংকটকে শিশু অধিকার সংকট বলে অবিহিত করেছে জাতিসংঘ। সংস্থাটির শিশু অধিকারবিষয়ক কমিটি এক নির্দেশিকা প্রকাশ করেছে। সেখানে দেশগুলোকে পরিষ্কার, স্বাস্থ্যকর ও টেকসই পরিবেশে শিশুদের অধিকার সমুন্নত রাখতে কী করতে হবে তা তুলে ধরেছে। আজ বৃহস্পতিবার (২৯ আগস্ট) জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ তাদের ওয়েবসাইটে এ বিষয়ক একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলেছে। পরে তা জাতিসংঘের ফেসবুক ফেরিফায়েড পেজেও প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথমবারের মতো, জাতিসংঘের শিশু অধিকার কমিটি স্পষ্টভাবে একটি পরিষ্কার, স্বাস্থ্যকর এবং টেকসই পরিবেশে শিশুদের অধিকারের বিষয়টি নিশ্চিতে জাতিসংঘ শিশু অধিকার কনভেনশনের অধীনে সদস্য দেশগুলোর জন্য ব্যাপক ব্যাখ্যা তুলে ধরে বাধ্যবাধকতা জারি করল।
এই কনভেনশন ১৯৮৯ সালে তৈরি এবং ১৯৬টি দেশের অনুসমর্থিত। এটি শিশুদের সর্বজনীন অধিকার, যেমন—জীবন, বেঁচে থাকার ও বিকাশের অধিকার এবং স্বাস্থ্যের অধিকারের রূপরেখা দেয়৷ অধিকারগুলো নির্দিষ্ট ক্ষেত্রে আইনি নির্দেশনা প্রদান করে। এখন প্রকাশিত ‘শিশুদের বিষয়ে সাধারণ মন্তব্য ২৬ স্পষ্টভাবে শিশুদের অধিকার ও পরিবেশের ওপর জলবায়ু জরুরি অবস্থা, জীববৈচিত্র্যের পতন এবং ব্যাপক দূষণ, শিশুদের জীবন এবং জীবনের দৃষ্টিভঙ্গি রক্ষার জন্য প্রতিকারের রূপরেখা তুলে ধরে।
জাতিসংঘের শিশু অধিকারবিষয়ক কমিটির সদস্য ফিলিপ জাফ বলেছেন, ‘বিশ্বব্যাপী শিশুরা জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছে। তারা তাদের তাদের সরকার এবং করপোরেশনগুলোকে পৃথিবীকে ও তাদের ভবিষ্যত রক্ষায় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। ২ নম্বর সাধারণ মন্তব্যের মাধ্যমে শিশু অধিকার সংক্রান্ত কমিটি শুধুমাত্র শিশুদের কণ্ঠস্বরকে তুলে ধরে না, পরিবেশের ক্ষেত্রে শিশুদের অধিকারকে সুস্পষ্ট করে, যা রাষ্ট্রের পক্ষ থেকে সম্মিলিত এবং জরুরিভাবে সম্মান, সুরক্ষা এবং পূরণ করা উচিত!’