ড. ইউনূসের পক্ষে বিবৃতি, ২০০ বাংলাদেশি আমেরিকানের নিন্দা
ড. মুহাম্মদ ইউনূসের বিচার প্রক্রিয়া নিয়ে বিশ্ব নেতৃবৃন্দের বিবৃতিতে গভীর উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছে ২০০ বাংলাদেশি আমেরিকান। সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা বলেছেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, এই বিবৃতিটি সঠিক তথ্য না জেনেই দেওয়া হয়েছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দেওয়া চিঠিতে স্বাক্ষরকারীরা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদ আর দুই লাখ মা-বোনের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশের সার্বভৌমত্বকে আক্রমণ করেছে।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্তৃক নোবেল বিজয়ী ড. ইউনূসের বিরুদ্ধে অর্থ পাচার, কর ফাঁকি ও শ্রম অধিকারের অপব্যবহারের অভিযোগ আনা হয়েছে। এইসব অভিযোগের মামলা এখনও বিচারাধীন এবং কোন রায় হয়নি। এটা দুর্ভাগ্যজনক যে, স্বাক্ষরকারীরা, যাদের অনেকেই আইনের শাসন নিয়ে কথা বলেন, তারাই বাংলাদেশে ড. ইউনূসের বিচারের অভিযোগগুলো নিয়ে কোনো কিছু না জেনেই সিদ্ধান্তে পৌঁছেছেন।’
নিন্দা জানিয়ে দেওয়া বিবৃতিতে স্বাক্ষরকারী বাংলাদেশি আমেরিকানরা আরও বলেন, ‘আমরা অনেক বছর ধরে ড. ইউনূসের অসদাচরণ পর্যবেক্ষণ করে আসছি। জনসংযোগ ও প্রচার মাধ্যম ব্যবহার করে ড. ইউনূসের প্রতারণার কৌশল সম্পর্কেও আমরা সচেতন। আমরা মার্কিন নাগরিক হিসাবে এসব নিয়ে আগে কখনও অভিযোগ করিনি। আমরা বিশ্বাস করি, বিবৃতিতে ড. ইউনূসের পক্ষে স্বাক্ষরকারীরা মিথ্যাচার ও প্রতারণার শিকার হয়েছেন।’
বিবৃতিতে বলা হয়, ‘এটা সত্যিই দুর্ভাগ্যজনক যে, ইউনূসের পক্ষে বিবৃতিতে স্বাক্ষরকারীরা শুধুমাত্র তার পক্ষে ন্যায়বিচার প্রক্রিয়ার আহ্বান জানিয়েই থামেনি, অধিকন্তু তারা বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়া, আইনের শাসন ও অন্যান্য বিষয়ের কথাও উল্লেখ করেছে। এগুলোর সঙ্গে ড. ইউনূসের বিরুদ্ধে অভিযোগের কোনো সম্পর্ক নেই।’
ড. ইউনূসের পক্ষে বিবৃতিতে স্বাক্ষরকারীদের প্রতি আহ্বান জানিয়ে নিন্দা বিবৃতিতে বলা হয়েছে, ‘দলগতভাবে বা স্বতন্ত্রভাবে দেওয়া এই বিবৃতি প্রত্যাহার করে ১৭০ মিলিয়ন বাংলাদেশির প্রতি শ্রদ্ধাশীল হওয়ার অনুরোধ জানাচ্ছি।’