সৌর মিশনের সেলফি পাঠাল মহাকাশযান আদিত্য-এল১
সৌর মিশনে বেশ সফলতা পাচ্ছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। এই মিশনে তাদের মহাকাশযান আদিত্য-এল১ এরই মধ্যে পাঠিয়েছে ছবি। তার একটি সেলফি। ইসরো সেই ছবি শেয়ার করেছে। আজ বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকালে ইসরো আদিত্য-এল১-এর ক্যামেরায় ৪ সেপ্টেম্বর তোলা দুটি ছবি শেয়ার করে তারা।
ইসরোর শেয়ার করা ছবির একটিতে পৃথিবী ও চাঁদকে একই ফ্রেমে দেখানো হয়েছে, যেখানে পৃথিবীকে বড় আর চাঁদকে একটি দাগের মতো মনে হচ্ছে। আদিত্য-এল১-এর পাঠানো দ্বিতীয় ছবিটি সেলফি। সৌরমিশনের জন্য নেওয়া সাতটির মধ্যে দুটি বৈজ্ঞানিক সরঞ্জামকে দেখা যায়।
বিবিসি তাদের এক প্রতিবেদনে এই সব তথ্য তুলে ধরার পাশাপাশি বলছে, সৌরযানটি ১৫ লাখ কিলোমিটার পথ অতিক্রম করে নিজের গন্তব্যে পৌঁছাবে। আদিত্য এল-১ মাত্র এক শতাংশ পথ পাড়ি দিয়েছে। সৌরযানটির পুরো পথ পাড়ি দিতে চার মাস সময় লাগবে বলে জানিয়েছে ইসরো।