জলবায়ু পরিবর্তনে আফ্রিকাকে তিন বিলিয়ন ইউরো সহায়তা দেবে ইতালি
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেছেন, অভিবাসী প্রবাহ রোধে সহায়তায় আগামী পাঁচ বছরে জলবায়ু পরিবর্তন প্রশমন ও মানিয়ে নিতে আফ্রিকাকে তিন বিলিয়ন ইউরো সহায়তা দেবে ইতালি। আজ শনিবার (৯ সেপ্টেম্বর) ভারতে জি-২০ শীর্ষ সম্মেলনে এই কথা বলেন তিনি।
জর্জিয়া মেলোনি বলেন, ‘ইতালি তার জলবায়ু তহবিলের ৭০ শতাংশেরও বেশি আফ্রিকার জন্য বরাদ্দ রাখবে। এর অর্থ হচ্ছে—আগামী পাঁচ বছরে তিন বিলিয়ন ইউরো প্রশমন ও অভিযোজন উদ্যোগের জন্য সমানভাবে নির্ধারিত থাকবে।’
মেলোনি বলেন, ‘অভিবাসন ও উন্নয়নবিষয়ক সম্মেলনের মাধ্যমে শুরু হওয়া রোম প্রসেসের অংশ হিসেবে এই অঙ্গীকার করা হয়েছে, যা ইতালি জুলাইয়ে আহ্বান করেছিল এবং এর লক্ষ্য হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের একটি নতুন মডেল গড়ে তোলা, উন্নয়ন সৃষ্টি করা, বৈধ অভিবাসন পথকে উৎসাহিত করা এবং অবৈধ অভিবাসন পাচারকারীদের শক্তিশালী অপরাধী নেটওয়ার্কের বিরুদ্ধে লড়াই করা। এইসব অপরাধের সঙ্গে জড়িতরা নিজেদের সমৃদ্ধ করতে হতাশাকে কাজে লাগায়।’
মেলোনি রাশিয়ার বিরুদ্ধে ব্ল্যাকমেইল হিসেবে জ্বালানি ব্যবহারের অভিযোগ করে বলেন, ‘জলবায়ু পরিবর্তনের প্রতিক্রিয়ায় অবশ্যই সবাইকে অন্তর্ভুক্ত করতে হবে এবং মরক্কোতে ভূমিকম্পে ৮২০ জনেরও বেশি মানুষের প্রাণহানির ঘটনায় ইতালীয় সমর্থনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।’