ইউক্রেনকে এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র দেবে যুক্তরাষ্ট্র : রিপোর্ট
রাশিয়ার বিরুদ্ধে পূর্বের ঘোষণা অনুযায়ী পাল্টা আক্রমণ চালাচ্ছে ইউক্রেন। এই আক্রমণকে আরও ত্বরান্বিত করতে এবার কিয়েভকে দূরপাল্লার এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র দেওয়ার পরিকল্পনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
শীর্ষস্থানীয় মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে খবরে বলা হয়েছে, ইউক্রেনকে দূরপাল্লার অত্যাধুনিক আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম বা এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র দেওয়া হবে। এই ক্ষেপণাস্ত্রগুলো ১৯০ মাইল বা প্রায় ৩০০ কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এই ধরনের ক্ষেপণাস্ত্র যুদ্ধের ফ্রন্ট লাইনের অনেক গভীরে রাশিয়ান লক্ষ্যবস্তুতে আঘাত হানতে ইউক্রেনকে সক্ষম করবে।
বিবিসি জানিয়েছে, কৃষ্ণ সাগরের অধিকৃত ক্রিমিয়ার অংশে রুশ নৌবাহিনীর সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেন। এতে অন্তত একজন নিহত হয়েছে। এমন সময়েই নতুন এ খবর সামনে এলো।
ইউক্রেনের সামরিক বাহিনীর একটি সূত্র বিবিসিকে বলেন, ‘সেবাস্তোপোলের ওই হামলায় স্ট্রোম শাডো ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এই ধরনের ক্ষেপণাস্ত্র সহায়তা হিসেবে কিয়েভকে দিয়েছে ব্রিটেন ও ফ্রান্স। স্ট্রোম শাডো ক্ষেপণাস্ত্র ১৫০ কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।’
এনবিসি নিউজ ও ওয়াল স্ট্রিট জার্নাল নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানায়, প্রেসিডেন্ট বাইডেন ইউক্রেনের ভলোদিমির জেলেনস্কিকে বলেছেন, কিয়েভকে অল্প সংখ্যক এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র দেওয়া হবে। গত বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) হোয়াইট হাউজে মিলিত হয়েছিলেন দুদেশের শীর্ষ দুই নেতা।
আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই ক্ষেপণাস্ত্র কিয়েভে পাঠানো হবে বলে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন থেকে জানা গেছে। অন্যদিকে ওয়াশিংটন পোস্ট বলেছে, ইউক্রেনকে একক ওয়ারহেডের পরিবর্তে ক্লাস্টার বোম্বলেটে সজ্জিত এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র দেওয়া হবে।
বিষয়টি নিয়ে ওয়াশিংটন বা কিয়েভ এখনও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।