পাপুয়া নিউ গিনিতে ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প
ভূমিকম্পের আঘাত যেন থামছেই না। প্রাকৃতিক দুর্যোগটির থাবায় একের পর এক কাঁপছে বিশ্বের বিভিন্ন অঞ্চল। এবার ফের পাপুয়া নিউগিনিতে ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় আজ শনিবার (৭ অক্টোবর) পাপুয়া নিউ গিনির উত্তর-পূর্বাঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) বরাতে এ তথ্য জানিয়েছে এএফপি।
ইউএসজিএস বলছে, স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে (গ্রিনিচ মান অনুযায়ী সময় ০৮৩০) উপকূলীয় শহর মাদাং থেকে ৫৬ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ভূমিকম্পটির উৎপত্তিস্থল। রিখটার স্কেলে এর মাত্রা ছির ছয় দশমিক সাত। গভীরতা ৫৩ কিলোমিটার বা ৩৩ মাইল।
তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
এএফপি বলছে, পাপুয়া নিউ গিনিতে ভূমিকম্প নতুন নয়। দেশটিতে প্রায়শ প্রাকৃতিক দুর্যোগটি আঘাত হানে। তবে, দ্বীপ দেশটির প্রধান শহরগুলোর বাইরে বেশিরভাগ এলাকায় জনবসতি অনেক কম। সেখানকার ভবনগুলো কাঠের তৈরি।