ইসরায়েলের পাশে থাকার ঘোষণা নরেন্দ্র মোদির
ইসরায়েল নিয়ন্ত্রিত ভূখণ্ডে ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসের হামলাকে সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি এর নিন্দা জানিয়ে ইসরায়েলের পাশে থাকার ঘোষণা দিয়েছেন তিনি।
গতকাল শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক পোস্টে মোদি লেখেন, ‘ইসরায়েলে ভয়াবহ সন্ত্রাসী হামলার খবর শুনে গভীরভাবে মর্মাহত হয়েছি। নিরীহ নিহত মানুষ ও তাদের পরিবারের প্রতি আমরা সমবেদনা এবং সহমর্মিতা প্রকাশ করছি। এমন কঠিন মুহূর্তে আমরা ইসরায়েলের পাশে আছি।’
নরেন্দ্র মোদি ছাড়াও ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক, নেদারল্যান্ডসের মার্ক রুট্টে এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁসহ প্রায় সব পশ্চিমা দেশই ইসরায়েলের সমর্থনে বিবৃতি দিয়েছে।
শনিবার সকালে ইসরায়েলে আকস্মিক হামলা চালায় হামাস। পাল্টা জবাবে গাজা উপত্যকায় বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলে। এতে করে রণক্ষেত্রে পরিণত হয়েছে গাজা, পশ্চিম তীর ও ইসরায়েলের নিয়ন্ত্রিত ভূখণ্ড। সময় বাড়ার সঙ্গে সঙ্গে হতাহতের সংখ্যাও বাড়ছে।