ইসরায়েলকে অতিরিক্ত সহায়তার নির্দেশ দিলেন বাইডেন
ইসরায়েলে হামাসের আকস্মিক হামলার পরেই সমর্থন পুর্নব্যক্ত করেছে তাদের পুরোনো ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনে পাল্টা হামলার সাফাই গেয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, ‘ইসরায়েলের নিজেদের জনগণকে রক্ষা করার অধিকার রয়েছে।’ এরপরেই ইসরায়েলকে সামরিক সহায়তা দেওয়া কথা জানান এক ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা। এবার ইসরায়েলকে আরও সহায়তা দেওয়া জন্য হোয়াইট হাউসকে নির্দেশ দিয়েছে বাইডেন। আজ রোববার (৮ অক্টোবর) এ তথ্য জানিয়েছে এএফপি।
তবে, কী ধরণের সহায়তা আরও করা হবে সে বিষয়ে হোয়াইট হাউস থেকে কিছু জানানো হয়নি।
এক বিবৃতিতে হোয়াইট হাউস জানিয়েছে, ‘প্রেসিডেন্ট হামাসের এই নজিরবিহীন সন্ত্রাসী হামলার জেরে ইসরায়েলকে অতিরিক্ত সহায়তার নির্দেশ দিয়েছেন।’
এএফপি বলছে, বাইডেনের নির্দেশনার আগেই এক মার্কিন ঊর্ধ্বতন কর্মকতা জানিয়েছিলেন, সামরিক সহায়তার বিষয়ে মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তাদের মধ্যে উচ্চ পর্যায়ের আলোচনা চলছে। হোয়াইট হাউস বলছে, বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে দেশটির স্থানীয় সময় রোববার ভোরে ইসরায়েলের পরিস্থিতি সম্পর্কে জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা ব্রিফ করেছিলেন।
ওই বিবৃতিতে আরও বলা হয়, হোয়াইট হাউসের কর্মকর্তারা ইসরায়েলিদের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছে।