শি’র সঙ্গে পুতিনের আলোচনা কবে, জানাল ক্রেমলিন
চয়ান বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের (বিআরআই) অনুষ্ঠিতব্য ফোরামে যোগ দেবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই ফোরামের সাইডলাইনে আগামী বুধবার (১৮ অক্টোবর) চীনা প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে দেখা করবেন পুতিন। এ সময় আলোচনাও করবেন দুই দেশ প্রধান। ক্রেমলিনের বরাতে আজ সোমবার এ তথ্য জানিয়েছে এএফপি।
প্রতিবেদনে ফরাসি সংবাদ সংস্থাটি জানিয়েছে, ইউক্রেনে সামরিক আগ্রাসনের পর থেকেই অনেকটা আন্তর্জাতিভাবে বিচ্ছিন্ন মস্কো। বাণিজ্য ও রাজনৈতিক সমর্থনের জন্য ক্রমবর্ধমানভাবে বেইজিংয়ের দিকে ঝুঁকছেন পুতিন।
ক্রেমলিন বলছে, চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের এক দশকপূর্তি উপলক্ষে একটি ফোরামের সাইডলাইনে এই আলোচনা অনুষ্ঠিত হবে। কোন ইস্যু নিয়ে দুদেশের প্রধানের কথা হবে তার বিস্তারিত না জানিয়ে ক্রেমলিন জানিয়েছে, আলোচনার সময় আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যুতে বিশেষ মনোযোগ দেওয়া হবে।
এএফপি বলছে, গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আগ্রাসন চালায় রাশিয়া। এরপর থেকে কোনো ক্ষমতাধর দেশে যাননি পুতিন। চীনে তার সফরই হবে আগ্রাসনের পর বৈশ্বিক শক্তিধর কোনো দেশে প্রথম সফর।