গাজায় প্রবেশ করল সাহায্য সামগ্রীর বহর
যুদ্ধ-বিধ্বস্ত, অবরুদ্ধ শহর গাজার উদ্দেশে মিসর সীমান্ত পার হয়ে রাফাহ সীমান্ত ক্রসিং অতিক্রম করতে শুরু করেছে মানবিক সাহায্যসামগ্রী বহনকারী ট্রাকের বহর। আজ শনিবার (২১ অক্টোবর) এই তথ্য জানিয়েছে নিরাপত্তা সূত্র ও মিসরীয় রেড ক্রিসেন্টের কর্মকর্তারা। খবর এএফপির।
মিসরীয় রাষ্ট্রীয় টেলিভিশনের ফুটেজে দেখা যায়, গাজার উদ্দেশে বেশ কয়েকটি ট্রাক হামাস-ইসরায়েল যুদ্ধের ১৫তম দিনে সীমান্তের গেট অতিক্রম করছে। প্রায় ২৪ লাখ লোক অধ্যুষিত ফিলিস্তিনি ছিটমহলটি স্বাধীনতাকামী সংগঠন হামাস নিয়ন্ত্রণ করে আসছে। গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের রক্তক্ষয়ী হামলার প্রতিশোধ নিতে দেশটি গাজায় অবিরাম বিমান হামলা চালিয়ে যাচ্ছে।
হামাসের হামলায় প্রায় এক হাজার ৪০০ লোক নিহত হয় আর এর মধ্যে বেসামরিক লোকই ছিল বেশি। এছাড়া ইসরায়েল থেকে দুশ’রও বেশি লোককে জিম্মি করে নিয়ে যায় তারা।
এর জবাবে গাজা উপত্যকা ঘিরে ফেলে ইসরায়েলি বাহিনী এবং প্রতিনিয়ত চালাতে থাকে বিমান হামলা। এই অভিযানে অবরুদ্ধ গাজার পানি, বিদ্যুৎ, জ্বালানি ও খাদ্য সরবরাহের সব পথ বন্ধ করে দেয় ইসরায়েলি বাহিনী। এর ফলে সেখানে তৈরি হয় ব্যাপক মানবিক সঙ্কট। ইসরায়েলের অব্যাহত হামলায় এ পর্যন্ত চার হাজার ১৩৭ জন নিরীহ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে।
রাফাহ হলো গাজার পথে একমাত্র সংযোগ রুট যেখানে ইসরায়েলের নিয়ন্ত্রণ নেই। তবে মার্কিন মধ্যস্থতায় দেশটি মিসর থেকে পণ্য সরবরাহের অনুমতি দেয়। মিসরীয় রেডক্রিসেন্টের ২০টি ট্রাক জাতিসংঘের বিভিন্ন সংস্থার সাহায্য পণ্য নিয়ে মিসরের টার্মিনালে পৌঁছে। এ সময় টার্মিনালের ফিলিস্তিনি প্রান্তে পৌঁছে ৩৬টি খালি ট্রেইলার। এসব ট্রেইলারে সাহায্য পণ্যগুলো বোঝাই করা হবে। এ সময় টার্মিনালের কাছে জাতিসংঘের দুটি যান এবং রেডক্রসের দুটি অ্যাম্বুলেন্সও দেখা যায়।
এর আগে গত কয়েকদিন ধরে রাফাহর মিসরীয় প্রান্তে কার্গো বিমান ও ট্রাকে করে সাহায্যসামগ্রী জড়ো করা হয়। তবে এসবের কিছুই গাজায় পৌঁছানো যায়নি।
গতকাল শুক্রবার রাফাহ সীমান্তের মিসরীয় এলাকায় সাহায্যসামগ্রী সরবরাহের কাজ দেখতে আসেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। পরিদর্শনে এসে তিনি বলেন, ‘এই ট্রাকগুলো কেবল ট্রাকই নয়, এগুলো হচ্ছে জীবন রক্ষাকারী উপাদান। এগুলো গাজার অসংখ্য মানুষের জীবন বাঁচাবে।’