গাজায় চলা হত্যাকাণ্ডের জন্য দায়ী পশ্চিমারা : এরদোয়ান
ইসরায়েলি বাহিনীর একরে পর এক হামলায় মৃত্যুকূপে পরিণত হয়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকা। সেখানে চলা হত্যাকাণ্ডের জন্য পশ্চিমাদের দায়ী করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান। পাশাপাশি ফিলিস্তেনের সশস্ত্র সংগঠনকে জঙ্গি সংগঠন নয় বলে জানিয়েছেন তিনি। খবর আল-জাজিরার।
কাতারভিত্তিক গণামধ্যমটি আজ শনিবার (২৮ অক্টোবর) প্রকাশিত প্রতিবেদনে জানিয়েছে, ইস্তানবুলে আজ ফিলিস্তিনের পক্ষে একটি র্যালি অনুষ্ঠিত হয়েছে, যেখানে ভাষণ দিয়েছেন এরদোয়ান। হাজার হাজার মানুষের সামনে বক্তৃতায় তুরস্কের প্রেসিডেন্ট বলেন, ‘হামাস কোনো জঙ্গি সংগঠন নয়।’ এ ছাড়া ইসরায়েলকে দখলকারী হিসেবে আখ্যা দিয়েছেন তিনি।
এরদোয়ান বলেন, ‘আমরা বিশ্বকে বলতে চাই, ইসরায়েল যুদ্ধাপরাধ করছে। আমরা প্রস্তুতি নিচ্ছি।’ তিনি আরও বলেন, ‘গাজা উপত্যকায় চলা হত্যাকাণ্ডের মূল দোষী পশ্চিমারা।’ ইসরায়েলকে উদ্দেশে করে তিনি বলেন, ‘পশ্চিমারা আপনাদের কাছে ঋণী। কিন্তু, তুরস্ক আপনাদের ঘৃণা করে।’