লেবাননে হামলায় ফসফরাস বোমার ব্যবহার করছে ইসরায়েল : অ্যামনেস্টি
লেবাননের দক্ষিণাঞ্চলে হামলায় ফসফরাস বোমার ব্যবহার করেছে ইসরায়েলি বাহিনী। যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এক তদন্তে ওঠে এসেছে এ তথ্য। সংস্থাটি জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী নির্বিচারে ও বেআইনিভাবে গত ১৬ অক্টোবর দক্ষিণ লেবাননের ধাইরা হামলায় সাদা ফসফরাস ব্যবহার করেছে। খবর আল-জাজিরার।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) আজ মঙ্গলবার (৩০ অক্টোবর) এক পোস্টে মানবাধিকার সংস্থাটি লেখে, ‘লেবাননের এই হামলা যুদ্ধাপরাধ। সে হিসেবে এর বিচার করতে হবে।’
এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ইসরায়েলি কর্তৃপক্ষ। তবে, এর আগে হামলায় সাদা ফসফরাস বোমার ব্যবহারের কথা অস্বীকার করেছিল তারা।
অধিকার গোষ্ঠীগুলোর দাবি, গাজা ও লেবাননে হামলায় সাদা ফসফরাস বোমা ব্যবহার করছে ইসরায়েল।
সাদা ফসফরাস হলো মোমের মতো একটি পদার্থ, যা ৮০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পুড়ে এবং অক্সিজেনের সংস্পর্শে এলে জ্বলে ওঠে। এটি উজ্জ্বল সাদা ধোঁয়ার কুণ্ডলি তৈরি করে।
ফসফরাসসমৃদ্ধ অস্ত্র নিষিদ্ধ না হলেও বেসামরিক এলাকায় এর ব্যবহারকে যুদ্ধাপরাধ হিসেবে বিবেচনা করা হয়। এ ধরনের অস্ত্র দিয়ে হামলা করা হলে আগুন দ্রুত বেগে ছড়িয়ে পড়ে, যা নেভানো খুবই কঠিন।