নিউইয়র্ক মেয়রের মোবাইলফোন জব্দ করল এফবিআই
নিউইয়র্ক মেয়রের মোবাইলফোনসহ আরও বেশ কিছু ইলেকট্রনিক ডিভাইস জব্দ করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের এজেন্টরা। দেশটির স্থানীয় সময় শুক্রবার (১০ নভেম্বর) নির্বাচনি প্রচারাভিযানে মেয়রের আইনজীবী এই অভিযোগ করেছেন। খবর এএফপির।
প্রতিবেদনে ফরাসি সংবাদ সংস্থাটি জানিয়েছে, নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস ২০২১ সালের নির্বাচনি প্রচারণার সময় তুরস্ক সরকার ও অন্যান্যদের কাছ থেকে ‘ঘুষ’ নিয়েছিলেন কি না সে বিষয়ে কেন্দ্রীয়ভাবে তদন্ত করা হচ্ছে। সেই তদন্তের জন্যই মেয়রের মোবাইলফোন জব্দ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এরিক অ্যাডামসের নির্বাচনি প্রচারভিযানের অ্যাটর্নি বয়োড জনসন এক বিবৃতিতে বলেন, ‘গত সোমবার রাতে একটি অনুষ্ঠানের পর এফবিআই মেয়রের সঙ্গে যোগাযোগ করে। মেয়র এফবিআইয়ের অনুরোধ মেনে তাদের ইলেকট্রনিক ডিভাইসগুলো হস্তান্তর করেন। মেয়রকে কোনো অন্যায়ের জন্য অভিযুক্ত করা হয়নি এবং তিনি তদন্তে সহযোগিতা অব্যাহত রেখেছেন’
নিউইয়র্কের মেয়রের বিরুদ্ধে ফেডারেল তদন্তের বিষয়টি সামনে এসেছিল গত সপ্তাহে। সে সময় এফবিআই মেয়রের শীর্ষ তহবিল সংগ্রহকারীর বাড়িতে তল্লাশি চালায়। তার ল্যাপটপ কম্পিউটার, মোবাইলফোনসহ বিভিন্ন ডিভাইস জব্দ করে।
তদন্তের খবরে ওয়াশিংটনে থাকা এরিক নিউইয়র্কে ফিরে আসেন। ওয়াশিংটন সফরে হোয়াইট হাউজ ও কংগ্রেসের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার কথা ছিল মেয়রের।
এক বিবৃতিতে শুক্রবার এরিক অ্যাডামস বলেন, ‘আমি আশা করি, আমার কর্মীরা আইন মেনে চলবেন এবং যেকোনো ধরনের তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করবেন। আমার পক্ষ থেকে লুকানোর কিছুই নেই।’