জাপা চেয়ারম্যানের সঙ্গে পিটার হাসের বৈঠক
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। আজ সোমবার (১৩ নভেম্বর) রাজধানীর বনানীতে দলটির চেয়ারম্যানের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ এবং জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা ও বিশেষ দূত মাসরুর মওলা উপস্থিত ছিলেন।
জাতীয় পার্টির মহাসচিব জানান, এ সময় যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুয়ের একটি চিঠি চেয়ারম্যানকে হস্তান্তর করা হয়। তিনি বলেন, ‘চিঠিতে অবাধ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের তাগিদ দেওয়া হয়েছে।’
চুন্নু আরও বলেন, ‘পিটার ডি হাস আজ আমাদের কার্যালয়ে এসেছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের দেশে একটি ফ্রি-ফ্রেয়ার এবং অশংগ্রহণমূলক নির্বাচন দেখতে চায়। বৈঠেক এ বিষয়টি নিয়েই আলোচনা হয়েছে। এ সময় পিটার ডি হাস আমাদের চেয়ারম্যানের কাছে একটি চিঠি হস্তান্তর করেছেন। এই চিঠি শুধু আমাদের না, একই চিঠি আরও দুটি দলকে দেওয়া হয়েছে।’ তিনি আরও জানান, চিঠিটা খুবই সংক্ষিপ্ত, এতে বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন ফ্রি-ফেয়ার ও অংশগ্রহণমূলক করার কথা উল্লেখ করা হয়েছে।
এক প্রশ্নের জবাবে জাপা মহাসচিব বলেন, ‘আগামী জাতীয় নির্বাচনটা অবাধ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক করার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করার দাবি দেশের জনগণের। আমরাও এটাই চাই। এ কথাটিই আমাদের পার্টির চেয়ারম্যান বারবার বলে আসছেন। নির্বাচনের উপযুক্ত পরিবেশ তৈরী হলে ও অন্যান্য রাজনৈতিক দলও নির্বাচনে এলে আমরাও নির্বাচনে অংশ নেব। আমরা এখনও নির্বাচন অংশ নেব কি নেব না, তা বলিনি।’
জাপা মহাসচিব বলেন, ‘যুক্তরাষ্ট্র বাংলাদেশের উন্নয়নের বড় অংশীদার। আমাদের তৈরি পোশাকের বড় ক্রেতা। এ কারণেই তারা বাংলাদেশে একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন চায়।’