ভারতের সাহারা গ্রুপের প্রতিষ্ঠাতা সুব্রত রায়ের মৃত্যু
ভারতের সাহারা গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সুব্রত রায় মারা গেছেন। দেশটির স্থানীয় সময় গতকাল মঙ্গলবার (১৪ নভেম্বর) রাতে মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এক বিবৃতিতে কোম্পানিটি থেকে এ তথ্য জানানো হয়েছে। খবর এনডিটিভির।
প্রতিবেদনে ভারতীয় গণমাধ্যমটি জানিয়েছে, দীর্ঘ সময় ধরে জটিল রোগে ভুগতে থাকা সুব্রত রায়ের মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী স্বপ্না রায় ও দুই ছেলে সুশান্ত রায় ও সীমান্ত রায়কে রেখে গেছেন। সুব্রতের স্ত্রী ও দুই ছেলে ভারতের বাইরে থাকেন।
১৯৪৮ সালে বিহারের আড়ারিয়ায় জন্ম নেওয়া সুব্রত ১৯৭৮ সালে সাহার ইন্ডিয়া পরিবার শুরু করেন। গ্রুপটি নিজেদের ওয়েবসাইটে জানিয়েছে, মাত্র দুই হাজার রুপি দিয়ে ব্যবসা শুরু করা গ্রুপটি দীর্ঘ পথ পাড়ি দিয়ে শীর্ষ অবস্থানে পৌঁছে। উন্নতি হলেও একটি মামলায় তহবিল নিয়ে অনেক সমস্যার সম্মুখীন হয়েছিল গ্রুপটি, যা ‘সাহারা চিট ফান্ড কেলেঙ্কারি’ নামে পরিচিত।
প্রতিষ্ঠাতার মৃত্যুর কথা জানিয়ে এক বিবৃতিতে সাহারা গ্রুপ জানিয়েছে, সুব্রত রায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। দীর্ঘদিন ধরে মেটাস্ট্যাটিক স্ট্রোক, উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিসে ভুগছিলেন তিনি। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত রোববার তাকে মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই অম্বানী হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউটে ভর্তি করা হয়।