নির্জন সড়কে বাঘের সঙ্গে হঠাৎ দেখা, অতপর…
হঠাৎ বাঘের সঙ্গে দেখা হয়ে গেলে কেমন হতে পারে পরিস্থিতি। দৌড়াবেন, না কি পালাবেন? আগেকার যুগের সাহসীদের বিষয়টি আলাদা। কিন্তু, বর্তমান শহুরে যুগে কেমন হতে পারে? এমন এক বাস্তব অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন ভারতের এক ব্যক্তি। নির্জন এক সড়কে তার সঙ্গে দেখা হয়েছিল বাঘের। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সেই ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, নির্জন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন ওই ব্যক্তি। হঠাৎ তার সামনে দিয়ে বাঘ দৌড়ে রাস্তা পার হয়ে যায়। এ সময় হাঁটা থামিয়ে পেছনে সরে আসেন তিনি। পরে আরও কয়েকজনকে দৌড়ে যেতে দেখা যায়। তবে, প্রথম ব্যক্তিটি শেষ পর্যন্ত অক্ষত ছিলেন। তাকে বেশ স্বাভবিকই দেখা যায়।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভিতে প্রকাশিত গতকালের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের উত্তরাখন্ড রাজ্যের জিম করবেট পার্কের কাছে ঘটেছে এ ঘটনা।
আইএফএস কর্মকর্তা প্রবীণ কাসওয়ান এক্সে (সাবেক টুইটার) ভিডিওটি আপলোড করেন। এতে তিনি ক্যাপশন লেখেন, ‘তিনি খুবই ভাগ্যবান জীবিত ব্যক্তি। বাঘটির কোনো দিকে ভ্রুক্ষেপ ছিল না বলে মনে হলো।’
আজ শনিবার (৯ ডিসেম্বর) বিকেল পৌনে ৫টা পর্যন্ত ৪২ সেকেন্ডের ভিডিওটি সাত লাখের বেশিবার দেখা হয়েছে। এতে হাজার হাজার ইন্টারনেট ব্যবহারকারী ‘লাইক’ দিয়েছেন।