কপ-২৮ সম্মেলনে জীবাশ্ম জ্বালানির ব্যবহার থেকে সরে আসার ডাক
তেল, গ্যাস ও কয়লাসহ সৌদি আরবের নেতৃত্বাধীন দেশগুলোর উৎপাদিত অপরিশোধিত জ্বালানির ব্যবহার ক্রমান্বয়ে শূন্যের কোঠায় নামিয়ে আনতে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যে অচলাবস্থা তৈরি হয়েছিল; তা থেকে উত্তরণে শেষ মুহূর্তের উদ্যোগ হিসেবে জীবাশ্ম জ্বালানির ব্যবহার থেকে বেরিয়ে আসতে একটি খসড়া প্রস্তাব অনুমোদন করেছে প্রায় ২০০ দেশের প্রতিনিধিরা।
রাতভর দর কষাকষির পর দুবাইয়ে আরব আমিরাতের সভাপতিত্বে অনুষ্ঠানরত কপ-২৮ সম্মেলনে গ্রহণ করা এই খসড়া প্রস্তাবটি হলো আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনের ২৮ বছরের ইতিহাসে প্রথমবারের মতো জীবাশ্ম জ্বালানি কমিয়ে আনার বিষয়ে অনুমোদন পাওয়া প্রথম প্রস্তাব। খবর এএফপির।
খসড়া প্রস্তাবের পাঠ্যটিতে বলা হয়েছে, ‘শক্তি ব্যবস্থাপনার ক্ষেত্রে জীবাশ্ম জ্বালানির ব্যবহার থেকে সরে আসার জন্য এই গুরুত্বপূর্ণ দশকে একটি ন্যায্য, ধারাবাহিক ও ন্যায়সঙ্গত পন্থা অবলম্বন করতে হবে যাতে বিজ্ঞানের ওপর ভিত্তি করে ২০৫০ সালের মধ্যে এর ব্যবহার শূন্যে নামিয়ে আনা যায়।’
জীবাশ্ম জ্বালানির ব্যবহার ক্রমশ বন্ধ করতে পশ্চিমা দেশগুলো এবং সাগরের বুকে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়াসহ ঝড়ঝাপটার হুমকির মুখে থাকা ভুক্তভোগী দেশগুলোর দাবির প্রশ্নে এই খসড়ার ভাষা আগের বাতিল হয়ে যাওয়া প্রস্তাবনাগুলোর চাইতে অনেক শক্তিশালী। প্রায় ২০০ দেশের ঐকমত্যের ভিত্তিতে আজকের প্লেনারি সেশনে এটি অনুমোদন পায়।
এ বিষয়ে কোনো সরকার তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া প্রকাশ করেনি তবে জলবায়ু পরিবর্তনের সঙ্গে জড়িত পরিবেশবাদীদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। কেউ কেউ বলেছেন এটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ, আবার কেউ সময়সীমার প্রশ্নে হতাশা প্রকাশ করেছেন।