ইসরায়েল প্রশ্নে মার্কিন নিষেধাজ্ঞাকে ইউরোপীয় কমিশনের সমর্থন
পশ্চিম তীরে অবৈধভাবে বসতি স্থাপনকারী ও সহিংসতা চালানো ইসরায়েলি নাগরিকদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এবার সে পথেই হাঁটার কথা ভাবছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। চরমপন্থি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া সমর্থন জানিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন ডের লেইন। পশ্চিম তীরের ফিলিস্তিনের জনগণের ওপর হামলার অভিযোগেই নিষেধাজ্ঞায় সমর্থন দিয়েছেন তিনি। খবর এএফপির।
আজ বুধবার (১৩ ডিসেম্বর) প্রকাশিত প্রতিবেদনে ফরাসি সংবাদ সংস্থাটি জানিয়েছে, ইউরোপীয় কমিশনের প্রধান ইইউর আইন প্রণেতাদের বলেছেন, চরমপন্থি বসতি স্থাপনকারীদের দ্বার সহিংসতা বৃদ্ধি ফিলিস্তিনিদের ওপর অপরিসীম দুর্ভোগ সৃষ্টি করছে। এটি স্থায়ী শান্তির সম্ভাবনাকে ক্ষুণ্ন করে এবং আঞ্চলিক অস্থিতিশীলতাকে আরও বাড়িয়ে তুলতে পারে।’
উরসুলা বলেন, ‘আমি পশ্চিম তীরে সহিংসতা বৃদ্ধির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার পক্ষে। তাদের জবাবদিহি করতে হবে। হামাসের বিরুদ্ধে লড়াইয়ের সঙ্গে এই সহিংসতার কোনো সম্পর্ক নেই এবং তা অবশ্যই বন্ধ করতে হবে।’
এএফপি বলছে, এর আগে গত সোমাবর ইইউর প্রধান কূটনৈতিক জোসেফ ব্যারেল পশ্চিম তীরের অবৈধ বসতি স্থপানকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তাবের কথা জানান। জোসেফের মন্তব্যের পরেই উরসুলা থেকে এই বক্তব্য এলো।
ইইউর সদস্য রাষ্ট্র ২৭টি। নিষেধাজ্ঞা দিতে হলে সব দেশেরই একমত পোষণ করতে হবে। তবে, বর্তমানে ব্লকটির সদস্যদের মধ্যে মতবিরোধ রয়েছে। আর গত সপ্তাহে পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের ভিসা না দেওয়ার কথা জানায় ইসরায়েলের ঘনিষ্ট মিত্র যুক্তরাষ্ট্র।