পাকিস্তানের সাবেক মন্ত্রী ফাওয়াদ চৌধুরী গ্রেপ্তার
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মন্ত্রিসভার সদস্য ও তার দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) সাবেক জ্যেষ্ঠ নেতা ফাওয়াদ চৌধুরী গ্রেপ্তার হয়েছেন। ন্যাশনাল অ্যাকাউন্টিবিলি ব্যুরো (এনএবি) সাবেক এই মন্ত্রীকে দুর্নীতি মামলায় গ্রেপ্তার করেছে।
জিও নিউজ আজ শনিবার (১৬ ডিসেম্বর) এই তথ্য জানিয়েছে। এর আগে এনএবি চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল (অব.) নাজির আহমেদ ফাওয়াদ চৌধুরীকে গ্রেপ্তার পরোয়ানায় স্বাক্ষর করেন। এরপর তাকে আদিয়ালা কারাগার থেকে হেফাজতে নেওয়া হবে, যেখানে তিনি প্রতারণার মামলায় বন্দি ছিলেন।
পিটিআইয়ের সাবেক নেতা ফাওয়াদ চৌধুরী দলের চেয়ারম্যান ইমরান খানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। চলতি বছরের ৯ মে আদালত চত্বর থেকে ইমরান খানের গ্রেপ্তারের পর পিটিআই থেকে পদত্যাগ করেন ফাওয়াদ।
জিও নিউজ আজ ফাওয়াদের গ্রেপ্তার প্রসঙ্গে জানিয়েছে, প্রাথমিক তথ্যে জানা গেছে, সাবেক মন্ত্রীকে দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। দ্রুতই তাকে আদালতে উপস্থাপন করা হবে।