যুক্তরাষ্ট্রে পারমাণবিক হামলা কিম শাসনের অবসান ঘটাবে : হোয়াইট হাউস
উত্তর কোরিয়াকে ফের সতর্ক করল ওয়াশিংটন। আজ শনিবার (১৬ ডিসেম্বর) ওয়াশিংটন থেকে বলা হয়, যদি উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রে পারমাণবিক হামলা চালায় তাহলে কিম শাসনের অবসান ঘটবে। খবর এএফপির।
প্রতিবেদনে ফরাসি সংবাদ সংস্থাটি জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার পারমাণবিক কনসালটেটিভ গ্রুপ একটি বিবৃতি দিয়েছে। সেখানে তারা বলছে, যদি পিয়ংইয়ং সিউলে পারমাণবিক হামলা চালায় তার প্রতিক্রিয়া হবে দ্রুত ও অপ্রতিরোধ্য।
ওই বিবৃতিটি হোয়াইট হাউস থেকে প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্র কোরিয়া প্রজাতন্ত্রকে (আরওকে) বর্ধিত প্রতিরোধ প্রদানে তার অটল প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। এর মধ্যে রয়েছে পারমাণবিক সহায়তাও।
গত এপ্রিলে একই কথার পুনর্ব্যক্ত করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ওই সময় তিনি বলেছিলেন, দক্ষিণ কোরিয়ায় যদি কোনো পারমাণবিক হামলা চালানো হয় তাহলে এর পরিণাম হবে ভয়াবহ। পিয়ংইয়ং সরকারকে শেষ করে করে দেওয়া হবে। এর পাঁচ মাস একই কথা জানিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব লয়ে অস্টিন।
এএফপি বলছে, গত বছর পিয়ংইয়ং পারমাণবিক শক্তি নিয়ে নিজেদের অবস্থার কথা স্পষ্ট করে। ওই তারা জানিয়েছিল, নিজেদের অস্তিত্ব রক্ষায় পারমাণবিক পরীক্ষা তারা কখনই বন্ধ করবে না। গত মাসে পিয়ংইয়ং সফলভাবে একটি সামরিক গুপ্তচর স্যাটেলাইট কক্ষপথে স্থাপন করে। তখন থেকে দাবি করা হচ্ছে, ওই স্যাটেলাইট যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক ঘাঁটিগুলোর ছবি সরবরাহ করছে।