কৃষ্ণ সাগরে ইউক্রেনীয় হামলায় ক্ষতিগ্রস্ত রাশিয়ার যুদ্ধজাহাজ
কৃষ্ণ সাগরের একটি বন্দরে ইউক্রেনের হামলায় রাশিয়ার একটি যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে মস্কোও। আহ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) ভোরের দিকে রাশিয়ার অধিকৃত ক্রিমিয়ার ফিওডোসিয়া বন্দরে এই হামলার ঘটনা ঘটে। খবর বিবিসির।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বৃহৎ অবতরণকারী যুদ্ধজাহাজ নভোচেরকাস্ক ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্রিমিয়ায় রাশিয়ার নিয়োগকৃত গভর্নর সার্গেই আকসিওনভের তথ্যমতে, ইউক্রেনের এই হামলায় একজন নিহত হয়েছেন। বেশ কয়েকজন আহতও হয়েছে।
সার্গেই আকসিওনভ বলেন, হামলায় ছয়টি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে অল্প সংখ্যক লোককে অস্থায়ী আবাসন কেন্দ্রে নিয়ে যেতে হয়েছিল।
বিবিসি বলছে, হামলার ফলে সৃষ্ট আগুন নিয়ন্ত্রণে রয়েছে। বন্দরটির পরিবহণ কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
ইউক্রেনের বিমান বাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল মিউকোলা ওলেসচুক ক্ষেপণাস্ত্র হামলার একটি ভিডিও প্রকাশ করেছে। ওই ভিডিওতে দেখা যায়, বন্দরটিতে বেশ কয়েকটি বিস্ফোরণ হয়েছে। তবে, ভিডিওটি ফিওডোসিয়া বন্দরের কি না তা স্বাধীনভাবে যাছাই-বাছাই করতে পারেনি বিবিসি।
নভোচেরকাস্ক যুদ্ধজাহাজকে লক্ষ্য করে ইউক্রেনের হামলা এবারই প্রথম নয়। ২০২২ সালের মার্চে ইউক্রেনের বেরদায়েনস্কে বন্দরে রুশ যুদ্ধজাহাজটিতে হামলার কথা জানায় দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।