লেবাননে মার্কিন হামলায় ইরান সমর্থিত ১০ যোদ্ধা নিহত
সিরিয়ার পূর্বাঞ্চলে ‘সম্ভবত’ বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। তাদের এই হামলায় ১০ ইরানপন্থী যোদ্ধা নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৩০ জন। একটি যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থার বরাতে এ তথ্য জানিয়েছে এএফপি।
আজ শনিবার (৩০ ডিসেম্বর) প্রকাশিত প্রতিবেদনে ফরাসি সংবাদ সংস্থাটি জানায়, গত ৭ অক্টোবর ইসরায়েল-হামাস যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর ওপর হামলা বেড়েছে। এর জন্য ওয়াশিংটন তেহরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোকে দায়ী করছে।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, লেবাননে অন্তত ৯টি বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এসব হামলায় তিন সিরিয়সহ ১০ ইরানপন্থী যোদ্ধা নিহত ও ৩০ জনের বেশি আহত হয়েছে। যুক্তরাজ্যভিত্তিক সংস্থাটি বলছে, ইরাক সীমান্তের কাছে দেইর এজোর প্রদেশে আলবু কামাল এবং এর আশেপাশের জঙ্গিদের সামরিক অবস্থানগুলোকে লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। ইরাক থেকে আসা অস্ত্রের চালান এবং একটি গোলাবারুদের গুদামেও মার্কিন বাহিনী হামলা চালিয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
এদিকে, আজ চার যোদ্ধার মৃত্যুর খবর জানিয়েছে হিজবুল্লাহ। তবে, তারা কি মার্কিন হামলায় নিহত হয়েছে কি না সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি তারা।
এএফপি বলছে, ইসরায়েল-হামাস যুদ্ধ শুরুর পর থেকে সিরিয়া ও ইরাকে যুক্তরাষ্ট্রের বাহিনীকে লক্ষ্য করে হামলা বেড়েছে। প্রতিক্রিয়ায় হামলা চালাচ্ছে মার্কিন বাহিনী। আর আজ লেবাননের পূর্বাঞ্চলে হামলা দুপক্ষের সংঘাতের সবশেষ ঘটনা। এ ছাড়া দক্ষিণ লেবাননের সীমান্তে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে গোলাগুলি হচ্ছে।