বিদেশি শিক্ষার্থীদের দুঃসংবাদ দিল যুক্তরাজ্য
বছরের শুরুতে বিদেশি শিক্ষার্থীদের জন্য দুঃসংবাদ দিল যুক্তরাজ্য। তারা জানিয়েছে, বেশিরভাগ বিদেশি শিক্ষার্থীরা এখন থেকে আর পরিবারের সদস্যদের দেশটিতে নিতে পারবে না। কারণ হিসেবে বলা হয়েছে, যুক্তরাজ্যে বিদেশি শিক্ষার্থীদের পরিবারের সদস্যদের আনার প্রবণতা বেড়েছে। এই প্রবণতা রোধে নিষেধাজ্ঞা কার্যকর শুরু হয়েছে। খবর আনাদুলু এজেন্সির।
তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদুলু এজেন্সি তাদের প্রতিবেদনে গতকাল মঙ্গলবার (২ জানুয়ারি) জানিয়েছে, এক বিজ্ঞপ্তিতে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ১ জানুয়ারি থেকে নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, যেসব শিক্ষার্থীরা এই মাস থেকে তাদের কোর্স শুরু করেছে, তারা পরিবারের সদস্যদের আনতে না পারলেও স্নাতকোত্তর গবেষক ও সরকারি অনুদানে শিক্ষাগ্রহণকারীরা এর আওতায় পড়ছে না।
যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব জেমস ক্যালিভারলি জানান, দেশটিতে অভিবাসন প্রক্রিয়াকে সুষ্ঠু রাখতে এই পদক্ষেপ নিয়েছে তারা। তিনি বলেন, ‘গত সোমবার থেকে এই প্রক্রিয়া কার্যকর করা হয়েছে। বিদেশি শিক্ষার্থীদের স্বজনদের অহেতুক আনার প্রবণতা রোধে যুক্তরাজ্য এই পরিকল্পনা গ্রহণ করে।’ তিনি আরও জানান, এতে তিন লাখ মানুষ দেশটিতে আসা কমে যাবে।