ইরানে কাসেম সোলাইমানির সমাধির কাছে বোমা বিস্ফোরণে নিহত ৯৫
ইরানের বিপ্লবী গার্ড রেজিমেন্টের কমান্ডার কাসেম সোলাইমানির সমাধির কাছে দুই দফা বোমা বিস্ফোরণে ৯৫ জন নিহত হয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় নিহত সোলাইমানির চতুর্থ মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান চলাকালে এই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। ইরানের দক্ষিণাঞ্চলীয় কেরমান শহরে সাহেব আল-জামান মসজিদের কাছে শোক মিছিলে বোমাগুলো বিস্ফোরিত হয়। হামলায় আহত হয়েছে বহু লোক। খবর বিবিসির।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খোমেনি এক প্রতিক্রিয়ায় বলেছেন, ‘সন্ত্রাসী হামলা’র কঠোর জবাব দেওয়া হবে। তবে ৪২ বছরের মধ্যে ইরানের সবচেয়ে মর্মান্তিক এই হামলার দায়দায়িত্ব স্বীকার করেনি কেউ। ধারণা করা হচ্ছে, আরব বিচ্ছিন্নতাবাদী বা সুন্নি জিহাদি সংগঠনগুলো, বিশেষ করে আইএসআইএস এই হামলা চালিয়েছে। প্রথমে মৃতের সংখ্যা ১০৩ বললেও পরে তা সংশোধন করে ৯৫ জনের কথা জানিয়েছে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়।
২০২০ সালে প্রতিবেশী দেশ ইরাকে মার্কিন ড্রোন হামলায় নিহত কাসেম সোলাইমানিকে ইরানের সর্বোচ্চ নেতার পরে সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হিসেবে বিবেচনা করা হতো। এদিকে সম্প্রতি লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় ইরান সমর্থিত ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসের উপপ্রধান নিহত হওয়ার পর গতকাল বুধবার (৩ জানুয়ারি) ইরানের এই হামলা নতুন করে পুরো অঞ্চলে উত্তেজনা সৃষ্টি করেছে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ফুটেজে দেখা যায়, যখন বিস্ফোরণটি ঘটে সে সময় কাসেম সোলাইমানির ছবিসহ বিভিন্ন ব্যানার নিয়ে মিছিল করছিল জনতা। প্রথম বিস্ফোরণের পর লোকজন চিৎকার করে আতঙ্কে ছোটাছুটি করছিল।
ইরানের গণমাধ্যমগুলো জানায়, প্রথম বোমাটি বিস্ফোরিত হয় স্থানীয় সময় বিকেল তিনটার দিকে কেরমান শহরের সাহেব আল-জামান মসজিদের কাছে সোলাইমানির সমাধির আশপাশের এলাকায়। এর ঠিক ১৫ মিনিট পরে সেখান থেকে এক কিলোমিটার দূরে পালিয়ে যেতে থাকা লোকজনের ভিড়ের মধ্যে বিস্ফোরিত হয় দ্বিতীয় বোমাটি। তবে বোমাগুলো আত্মঘাতী হামলা নাকি রিমোট কন্ট্রোলার দিয়ে বিস্ফোরিত হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।
কেরমান প্রদেশের গভর্নর ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে বলেন, দুটি বিস্ফোরণই ঘটে নিরাপত্তা চৌকির বাইরে। তবে বিপ্লবি গার্ডের সহায়তাপুষ্ট তাসনিম বার্তা সংস্থা জানিয়েছে, দুটি ব্যাগে বহন করা বোমাগুলো রিমোট কন্ট্রোলারের সাহায্যে বিস্ফোরণ ঘটানো হয়।
ইরানের স্বাস্থ্যমন্ত্রী বাহরাম আইনোলাহি বলেন, বিস্ফোরণে ৯৫ জন নিহত এবং ২১১ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ২৭ জনের অবস্থা গুরুতর।
ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আহমাদ বাহিদ বলেন, দ্বিতীয় বোমা বিস্ফোরণে হতাহতের ঘটনা বেশি ঘটে। বোমা বিস্ফোরণে জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে বলেও জানান তিনি।