পাকিস্তানে ডিমের ডজন ৪০০, মুরগি ৬১৫ রুপি
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর থেকে বিশ্বজুড়ে দ্রব্যমূল্য যেন কমছেই না। তার রেশ বিশ্বের অনেক দেশের মতোই পাকিস্তানেও পড়েছে। অবাক হলেও সত্যি, পাকিস্তানের লাহোরে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ৪০০ রুপি এবং মুরগির মাংস প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬১৫ রুপিতে।
গতকাল রোববার (১৪ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাক সংবাদমাধ্যম টাইমস অব করাচিসহ ভারতের একাধিক গণমাধ্যম।
বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়, পাকিস্তানের পাঞ্জাবের প্রাদেশিক রাজধানী লাহোরে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ৪০০ পাকিস্তানি রুপিতে (পিকেআর)। স্থানীয় প্রশাসন সরকারি মূল্য তালিকা কার্যকর করতে ব্যর্থ হওয়ায় পাকিস্তানে বেশিরভাগ পণ্যের দাম আকাশচুম্বী।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, পেঁয়াজ প্রতি কেজি ২৩০ থেকে ২৫০ রুপিতে বিক্রি হচ্ছে, যেখানে সরকারের নির্ধারিত মূল্য প্রতি কেজি ১৭৫ পাকিস্তানি রুপি। মুরগি বিক্রি হচ্ছে প্রতি কেজি ৬১৫ রুপিতে।
প্রতিবেদনে আরও বলা হয়, ২০২৩-২৪ অর্থবছরে গত বছরের নভেম্বরের শেষ নাগাদ পাকিস্তানের ওপর মোট ঋণের বোঝা বেড়েছে ৬৩ হাজার ৩৯৯ ট্রিলিয়ন পাকিস্তানি রুপি (পিকেআর)। গতমাসে দেশটির ইকোনোমিক কো-অর্ডিনেশন কমিটি জাতীয় মনিটরিং কমিটিকে পণ্যের মূল্য নিয়ে প্রাদেশিক সরকারের সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছিল। কিন্তু সেটি পুরোপুরি বাস্তবায়ন না হওয়ায়, দেশটির দ্রব্যমূল্য হুহু করে বেড়েই চলেছে।