যুক্তরাষ্ট্রের জাহাজে হামলার দাবি হুতিদের
যুক্তরাষ্ট্রের মালিকানাধীন একটি জাহাজে হামলার দাবি করেছে ইয়েমেনে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা। সোমবার (১৪ জানুয়ারি) এডেন উপসাগরে ওই জাহাজে হামলার দাবি করে তারা।
এর আগে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানায়, তারা বিদ্রোহীদের একটি ক্ষেপণাস্ত্র পণ্যবাহী জাহাজে আঘাত হেনেছে।
‘হুতি বিদ্রোহীরা আমেরিকান জাহাজ লক্ষ্য করে সামরিক অভিযান পরিচালনা করেছে’ উল্লেখ করে হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, হামলায় নির্দিষ্ট সংখ্যক শক্তিশালী নৌ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।
এর আগে গত ৩ ডিসেম্বর যুক্তরাজ্যের মালিকানাধীন একটি জাহাজে লোহিত সাগরে রকেট হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছিল দুটি সামুদ্রিক নিরাপত্তা সংস্থা। সামুদ্রিক নিরাপত্তা সংস্থা আমব্রে জানায়, নাম প্রকাশ না করা বাহামাস পতাকাবাহী জাহাজটি ইয়েমেনের পশ্চিম উপকূল থেকে প্রায় ৩৫ নটিক্যাল মাইল দূরে রকেট হামলায় আঘাতপ্রাপ্ত হয়েছে। ওই সময় নৌযানটি দক্ষিণের দিকে যাচ্ছিল। যুক্তরাজ্যভিত্তিক সংস্থাটি বলছে, আঘাতপ্রাপ্ত জাহাজটি জলদস্যুতা বা ক্ষেপণাস্ত্র আক্রমণ সম্পর্কিত বিষয়ে অ্যালার্ম জারি করেছিল।