এবার ইরানের জঙ্গি স্থাপনায় পাকিস্তানের বিমান হামলা
গত মঙ্গলবার পাকিস্তানের ভূখণ্ডে ইরানের বিমান হামলা চালানোর পর আজ বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) ইরানের অভ্যন্তরে জঙ্গি স্থাপনায় বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। ইরানের সরকারি গণমাধ্যমগুলো জানিয়েছে, দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে চালানো এই হামলায় তিনজন নারী ও চার শিশু নিহত হয়েছে। খবর এএফপির।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, আজ সকালে পাকিস্তান ইরানের সিয়েস্তান-ও-বেলুচিস্তান প্রদেশের সন্ত্রাসীদের আস্তানায় সমন্বিতভাবে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে একটি সিরিজ হামলা চালিয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, ইরানের ভূখণ্ডে ব্যাপক আকারের সন্ত্রাসী তৎপরতায় বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সকালের এ হামলা পরিচালিত হয়।
গত মঙ্গলবার দিনের শেষভাগে পাকিস্তানের একটি ‘সন্ত্রাসী সংগঠনে’র আস্তানায় ইরানের বিমান হামলা চালানোর পর পাল্টা হামলা হিসেবে ইরানে হামলা চালানো হলো। পাকিস্তান এর আগে জানিয়েছিল, ওই হামলায় দুই শিশু নিহত হয়েছে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে হামলার বিষয়ে বলা হয়, ‘পাকিস্তান ইসলামি প্রজাতন্ত্র ইরানের সার্বভৌমত্ব ও ভৌগলিক অখণ্ডতাকে সম্মান করে। আজকের এই ধরনের তৎপরতা চালানো হয়েছে পাকিস্তানের নিরাপত্তা ও জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে। এক্ষেত্রে কোনো সমঝোতা করা হবে না।’
একজন প্রাদেশিক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে ইরানের বার্তা সংস্থা ইরনা জানায়, সারাভান শহরের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের বেশ কয়েকটি শব্দ শোনা গেছে।
এর আগে পাকিস্তান ইরানের রাষ্ট্রদূতকে তাদের দেশে ফিরে আসার পথ বন্ধ করে দেয়। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানকে দেশের স্বার্বভৌমত্বের প্রতি বিনা উসকানিতে হামলার জন্য অভিযুক্ত করে। ওই হামলায় পাকিস্তান সীমান্তে সক্রিয় জঙ্গি সংগঠন জইশ আল আদলের সদরদপ্তর গুঁড়িয়ে দেওয়ার দাবি জানিয়েছিল ইরান।
তেহরান ও ইসলামাবাদ একে অন্যের প্রতি দেশ দুটোর সীমান্ত থেকে সন্ত্রাসী গোষ্ঠী পরিচালিত হয় বলে দোষারোপ করে আসছে। তবে তাদের সামরিক বাহিনী সংঘাতে জড়িয়ে পড়ার ঘটনা খুবই বিরল।
এদিকে, পাকিস্তান ও ইরানের ঘনিষ্ঠ মিত্র চীন প্রতিবেশী দেশ দুটোকে উত্তেজনা বাড়তে পারে, এমন তৎপরতা না চালানোর অনুরোধ জানিয়েছে।
অন্যদিকে, সম্প্রতি ইরাক ও সিরিয়ায় বিভিন্ন লক্ষ্যবস্তুতে ইরানের হামলার বিষয়টি তুলে ধরে যুক্তরাষ্ট্র বলেছে, গত কয়েকদিনে ইরান তিনটি প্রতিবেশী দেশের ভৌগলিক অখণ্ডতাকে অগ্রাহ্য করেছে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানে আজকের হামলা কোন এলাকায় চালানো হয়েছে, তা না জানালেও পাকিস্তানি গণমাধ্যমগুলো বলছে, ইরান-পাকিস্তানের প্রায় এক হাজার কিলোমিটার সীমান্তে বেলুচিস্তান প্রদেশের পাঞ্জগুর এলাকার কাছে এ হামলা হয়েছে।