পাল্টাপাল্টি বিমান হামলার পর পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী
সীমান্তে পাল্টাপাল্টি বিমান হামলার ঘটনার পর দুদেশের মধ্যে উত্তেজনা কমাতে আলোচনার জন্য ইরানের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানে পৌঁছেছেন। গতকাল রোববার (২৮ জানুয়ারি) রাতে ইসলামাবাদে পৌঁছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান। সফরে তিনি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী জলিল আব্বাস জিলানি এবং তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ার-উল-হক কাকরের সঙ্গে আলোচনায় বসবেন। খবর এএফপির।
গত ১৮ জানুয়ারি পাকিস্তানের ভাষায় ইরানের অভ্যন্তরে থাকা ‘জঙ্গি লক্ষ্যবস্তু’তে বিমান হামলা চালায় দেশটি। দুদিন আগে পাকিস্তানের ভূখণ্ডে ইরানি হামলার পাল্টা ব্যবস্থা হিসেবে এই হামলা চালানো হয় বলে জানায় ইসলামাবাদ।
ইসরায়েল ও হামাসের মধ্যে চলতে থাকা সংঘাতের প্রেক্ষিতে একে অন্যের প্রতি প্রতিশোধমূলক এই হামলার কারণে দুদেশের সীমান্ত জুড়ে থাকা বেলুচিস্তান প্রদেশে দেখা দেয় উত্তেজনা।
গত শনিবার ইরানের দক্ষিণাঞ্চলীয় সিস্তান-বেলুচিস্তান প্রদেশে বন্দুকধারীর গুলিতে নয়জন প্রাণ হারায়। পাকিস্তান অভিযোগ করে নিহতরা ছিলেন পাকিস্তানি নাগরিক। শিয়া মুসলিম অধ্যুষিত ইরানের এই প্রদেশে কিছু সংখ্যক সুন্নি মুসলিম রয়েছে।
এর আগে বেলুচিস্তান সীমান্তে আকাশ পথে ইরানি হামলায় দুই শিশুসহ তিনজন নিহতের ঘটনায় ক্রুদ্ধ প্রতিক্রিয়া প্রকাশ করে পাকিস্তান। ঘটনার জেরে তেহরান থেকে নিজেদে দূতকে প্রত্যাহার করে পাকিস্তান। তাছাড়া ইরানের রাষ্ট্রদূতকেও পাকিস্তানে আসতে বাধা দেওয়া হয়।
ওদিকে পাকিস্তানের হামলায় ইরানের সীমান্তে নয়জনের মৃত্যুর ঘটনায় তেহরান ইসলামাবাদের চার্জ ডি এফেয়ার্সকে তলব করে।
পরে দুই দেশ তাদের নিজ নিজ দেশের পক্ষে উত্তেজনা কমিয়ে আনার কথা ঘোষণা করে। এর ফলশ্রুতিতে দুই দেশের রাষ্ট্রদূত নিজ নিজ দায়িত্বে ফিরে যায়।