বাংলাদেশে ফ্লাইট বাতিলের ঘোষণা ওমান এয়ারের
বাংলাদেশে বিমানের ফ্লাইট বাতিল করেছে ওমানের জাতীয় বিমান সংস্থা ওমান এয়ার। একইসঙ্গে পাকিস্তানে ফ্লাইট বাতিলের পাশাপাশি ভারত, শ্রীলঙ্কাতে বিমানের ফ্লাইট সংখ্যা এবং গন্তব্য কমিয়ে আনার ঘোষণা দিয়েছে ওমানের এই বিমান সংস্থা। নিজেদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে তারা। আজ সোমবার (২৯ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে খালিজ টাইমস।
সংবাদ মাধ্যমটি বলছে, ওমান এয়ার বলেছে, তারা ইসলামাবাদ, লাহোর, কলম্বো এবং চট্টগ্রামে কার্যক্রম বাতিল করেছে, তবে পাকিস্তানের শহর শিয়ালকোটকে তার নেটওয়ার্কে যুক্ত করেছে।
ভারতীয় রুটে লখনৌ এবং তিরুবনন্তপুরমে তারা তাদের চলাচল কমিয়ে দেবে। এর আগে ২০২৩ সালের নভেম্বরে ওমানের সালামএয়ার ভারতের পাঁচটি শহরে ফ্লাইট পুনরায় চালু করার ঘোষণা দিয়েছিল। এগুলো হলো—হায়দরাবাদ, কালিকট, জয়পুর, ত্রিবান্দ্রম ও লখনৌ।