বাংলাদেশের বন্দি রাজনৈতিক নেতাকর্মীদের মুক্তির আহ্বান জাতিসংঘের
বিভিন্ন রাজনৈতিক দলের বন্দি নেতাকর্মীদের মুক্তির আহ্বান জানিয়েছে জাতিসংঘ। স্থানীয় সময় সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ আহ্বান জানান।
ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করতে গিয়ে বলেন, ‘বাংলাদেশে অভিযুক্ত বা অভিযোগ ছাড়াই আটক হওয়া রাজনৈতিক কর্মীদের অবিলম্বে ও নিঃশর্ত মুক্তির জন্য জাতিসংঘের মানবাধিকার কমিশনের আহ্বানের সঙ্গে মহাসচিব কি একমত? যা আন্তর্জাতিক মানবাধিকার আইনের সঙ্গেও অসঙ্গতিপূর্ণ।’
এ প্রশ্নের জবাবে মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, ‘নীতিগতভাবে, আমরা বিশ্বাস করি, রাজনৈতিক মতামত প্রকাশের জন্য মানুষকে কখনোই জেলে দেওয়া উচিত নয় এবং তাদের মুক্তি দেওয়া উচিত, বিশেষ করে যদি অভিযুক্ত না হয়।’