গাজায় যুদ্ধবিরতির চাপ বাড়াতে মধ্যপ্রাচ্য সফরে ব্লিঙ্কেন
গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে চলতে থাকা সংঘাত অবসানে দুপক্ষকে যুদ্ধবিরতিতে পৌঁছানোর লক্ষ্য নিয়ে মধ্যপ্রাচ্য সফর শুরু করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। গত ৭ অক্টোবর সংঘাত শুরু হওয়ার পর এই নিয়ে পাঁচবার মধ্যপ্রাচ্য সফরে এলেন তিনি। এবারের সফরে ব্লিঙ্কেন সৌদি আরব, ইসরায়েল, মিশর ও কাতার সফর করবেন বলে আশা করা হচ্ছে। খবর এএফপির।
প্রায় পাঁচ মাস ধরে চলতে থাকা এই যুদ্ধে অবরুদ্ধ গাজা উপত্যকায় সৃষ্টি হয়েছে চরম মানবিক বিপর্যয়। আর সফর শুরুর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী গাজায় অতিজরুরি ভিত্তিতে মানবিক সহায়তা সামগ্রী পাঠানোর বিষয়টির ওপর গুরুত্ব তুলে ধরেছেন।
গাজা উপত্যকা থেকে সীমান্তবর্তী রাফাহ এলাকায় পালিয়ে আসা সায়েদ হামুদা বলেন, ‘গাজার অবস্থা অবর্ণনীয়। আপনার কাছে মিলিয়ন ডলার থাকুক বা একশ ডলার থাকুক সবার অবস্থা একই।’
রাফাহকে ‘হতাশার প্রেসার কুকার’ হিসেবে বর্ণনা করে জাতিসংঘ জানিয়েছে ইসরায়েলি হামলায় বাড়িঘর হারানো ২৪ লাখ লোকের অর্ধেকই এখানে জীবন বাঁচাতে ঠাঁই নিয়েছেন।
তবে এই রাফাতেও স্থল অভিযান শুরু হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলি বাহিনী। আজ সোমবার (৫ ফেব্রুয়ারি) রাফাহর পূর্বাঞ্চলে ও খান ইউনিস শহর থেকে ভারী গোলাবর্ষণের শব্দ পাওয়া গেছে। ইসরায়েল বলছে রাফায় হামাসের শীর্ষ কর্মকর্তারা পালিয়ে আছেন।
এদিকে, গতকাল রোববার রাতভর ইসরায়েলি হামলায় গাজায় ১২৮ জন নিহত হয়েছে যাদের বেশিরভাগই নিরীহ নারী ও শিশু। ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ২৭ হাজার ৩৬৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়।