নওয়াজকন্যা মরিয়ম বিজয়ী
পাকিস্তানে জাতীয় নির্বাচনে ভোটগ্রহণ শেষে গতকাল বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) শুরু হয় গণনা। আজ এ পর্যন্ত দুপুর ৪টা পর্যন্ত এগিয়ে আছে স্বতন্ত্ররা। যাদের মধ্যে অধিকাংশই পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই)। বিজয়ীদের নামতালিকা বেসকারিভাবে প্রকাশ করা হচ্ছে। সেখানে এবার যোগ হলো সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ে মরিয়ম নেওয়াজ।
মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) থেকে মনোনীত মরিয়ম মানসেহরা আসন থেকে জয়ী হয়েছেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম জি নিউজ। তিনি বর্তমানে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্টের দায়িত্বে রয়েছেন।
গতকাল ভোট শেষ হওয়ার প্রায় দশ ঘণ্টা পর রাত ৩টা নাগাদ প্রথম চারটি ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। তারপর থেকেই প্রশ্ন উঠেছে, ফল প্রকাশেএত দেরি হলো কেন?
ভোটগণনার সঙ্গে যুক্ত কর্মকর্তারা বলেছেন, ইন্টারনেট সমস্যার জন্য ভোটগণনার ক্ষেত্রে এত দেরি হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভোটের সময় নিরাপত্তা নিশ্চিত করতেই ইন্টারনেট ও মোবাইল পরিষেবা বন্ধ করে রাখা হয়েছিল।