ঝুলে আছে পাকিস্তানের ৯ আসনের ফলাফল, পেশোয়ারে বিক্ষোভ
পাকিস্তানে জাতীয় নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে গত বৃহম্পতিবার (৮ ফেব্রুয়ারি) স্থানীয় সময় বিকেল ৫টায়। এরপর থেকে ফলাফলের অপেক্ষায় প্রার্থীরা। সেদিন অনেক বিলম্বে মধ্যরাত থেকে ঘোষণা শুরু হয় কে জিতলেন কোন আসনে। আর এখন রাত সাড়ে ১০টায় ৫৫ ঘণ্টার বেশি পার হলেও সামা টিভির তথ্য অনুযায়ী ঝুলে আছে ৯টি আসনের ফলাফল। এদিকে, এএফপি বলছে, শুরু থেকে ফলপ্রকাশে ধীরগতিকে কারচুপি বলে মনে করছে ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। পেশোয়ারে একটি অস্থায়ী নির্বাচন কমিশন কার্যালয়ের বাইরে বিক্ষোভ করছে তারা।
আজ শনিবার পাকিস্তানের সময় রাত সাড়ে ১০টার তথ্যে দেশটির সামা টিভি নির্বাচনি লাইভ চার্টে জানায়, সেখানে ভোট হওয়া ২৬৫ আসনের মধ্যে ২৫৫টির ফলাফল পাওয়া গেছে। আর একটি আসনের ফল স্থগিত করেছে নির্বাচন কমিশন।
পাকিস্তানভিত্তিক সামা টিভি চার্ট ছাড়াও আসন উল্লেখ করে বিজয়ী প্রার্থীর নাম তুলে ধরেছে। তাদের চার্ট বলছে, স্বতন্ত্রপ্রার্থীরা পেয়েছে ১০০টি আসন। নওয়াজ শরীফের পিএমএলএন ৭৩টি, পিপিপিপি ৫৪টি, আইপিপি দুটি, জেইউআইপি তিনটি, এমকিউএমপি ১৭টি, পাকিস্তান মুসলিম লিগ তিনটি, ন্যাশনাল আওয়ামী পার্টি পাকিস্তান, মজলিস ওয়াহদাত উল মুসলিমি, পিএমএল জিয়া একটি আসনে জয়লাভ করেছে। এ ছাড়া একটি আসনে ভোট স্থগিত হয়েছে।
যদিও পাকিস্তান ভিত্তিক জিও টিভি ২৫৪ আসনের ফলাফল তুলে ধরেছে। আর কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা বলছে ২৫৮টি আসনের কথা।
এএফপি বলছে, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতাকর্মীরা পেশোয়ারে একটি অস্থায়ী নির্বাচন কমিশন কার্যালয়ের বাইরে বিক্ষোভ করছে। তাদের অভিযোগ, ভোট গণনায় কারচুপির জন্য নির্বাচনের ফলাফল বিলম্ব।
গণমাধ্যমটি বলছে, ৮ ফেব্রুয়ারি ভোট শেষের পর থেকেই ধীর গতিতে গণনা চলছে। যদিও ফলাফলে ইমরান খানের পিটিআই সমর্থিত প্রার্থীরা প্রত্যাশার চেয়ে ভাল ফল করেছে৷