ইসরায়েলি দখলদারিত্বের আইনি পরিণতি প্রশ্নে জাতিসংঘের আদালতে শুনানি
জাতিসংঘের শীর্ষ আদালত ১৯৬৭ সাল থেকে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের দখলদারিত্বের আইনি পরিণতি প্রশ্নে আজ সোমবার (১৯ ফেব্রুয়ারি) থেকে শুনানি শুরু হয়েছে। নজিরবিহীন ৫২টি দেশ এতে সাক্ষ্য দেবে বলে আশা করা হচ্ছে। হেগের শান্তি প্রাসাদে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসের (আইসিজে) এক সপ্তাহব্যাপী অধিবেশনে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনসহ দেশগুলোর বিচারকরা বক্তব্য প্রদান করবেন। খবর এএফপির।
২০২২ সালের ডিসেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদ ‘পূর্ব জেরুজালেমসহ অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের নীতি ও কর্মকাণ্ড থেকে উদ্ভূত আইনি পরিণতি’ সম্পর্কে আইসিজের কাছ থেকে একটি অবাধ্যতামূলক ‘পরামর্শমূলক মতামত’ চায়। আইসিজের যেকোনো মতামত বাধ্যতামূলক না হলেও ৭ অক্টোবর হামাসের নৃশংস হামলার ফলে গাজা যুদ্ধের বিষয়ে ইসরায়েলের ওপর আন্তর্জাতিক আইনি চাপ বৃদ্ধির বেড়ে যাওয়ায় এই মতামত চাওয়া হয়। তবে, শুনানিগুলো দক্ষিণ আফ্রিকার আনা একটি হাইপ্রোফাইল মামলা থেকে আলাদা। ওই মামলায় অভিযোগ ওঠে যে, ইসরাইল বর্তমান গাজা হামলার সময় গণহত্যামূলক কাজ করছে। জানুয়ারিতে আইসিজের ওই মামলায় রায়ে বলা হয় গণহত্যা রোধ করতে ও গাজায় মানবিক সাহায্যের অনুমতি দেওয়ার জন্য ইসরায়েলকে অবশ্যই তার ক্ষমতার মধ্যে সবকিছুই করতে হবে, তবে ওই আদেশে যুদ্ধবিরতির কথা ছিল না।