৭০ বছর লোহার ফুসফুস নিয়ে বেঁচে থাকা পল আর নেই
‘লোহার ফুসফুস’ নিয়ে বেঁচে থাকা পল অ্যালেক্সান্ডার মারা গেছেন। যুক্তরাষ্ট্রের টেক্সাসের বাসিন্দা পল ‘দ্য ম্যান ইন দ্য আয়রন লাং’ নামে পরিচিত ছিলেন। অনেকে তাকে পোলিও পল নামেও চিনতেন। ছয় বছর বয়সে পোলিওতে আক্রান্ত হওয়ার পর তিনি লোহার ফুসফুস নেন, যার ওজন প্রায় ৬০০ পাউন্ড। খবর গার্ডিয়ানের।
পলের চিকিৎসার খরচ যোগাতে গঠিত ফান্ড রাইজিং পেজের বরাতে গণমাধ্যম গার্ডিয়ান গত বুধবার (১৩ মার্চ) এ তথ্য জানায়। ফান্ডরাইজিং ওয়েবসাইট এক পোস্টে জানিয়েছে, লোহার ফুসফুসের ব্যক্তি মারা গেছেন। তিনি কলেজে গিয়ে একজন আইনজীবী হয়েছিলেন।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুসারে, পোলিওতে আক্রান্তদের মধ্যে সবচেয়ে দীর্ঘ আয়ুর ব্যক্তি ছিলেন পল। তিনি অবিশ্বাস্য রোল মডেল ছিলেন। ১৯৫২ সালে পল অসুস্থ হয়ে পড়লে নিজ শহর ডালাসের চিকিৎসকরা তার জীবন বাঁচান। তবে পোলিওর কারণে তিনি আর স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারছিলেন না। এতে তার শরীরের গলা পর্যন্ত অংশ লোহার সিলিন্ডারে স্থাপন করা হয়।