ইউক্রেনের ড্রোন হামলায় আহত ৫
রাশিয়ার বেলগোরোদ ওব্লাস্টে একটি গাড়ি লক্ষ্য করে চালানো ইউক্রেনের ড্রোন হামলায় পাঁচজন আহত হয়েছে। তারা সবাই গাড়ির ভেতরে ছিল। আজ শনিবার (১৬ মার্চ) গভর্নর ভ্যাচেস্লাভ গ্ল্যাডকভ এ কথা জানিয়েছেন। খবর সিনহুয়ার।
গভর্নর টেলিগ্রামে লিখেছেন, ‘ইউক্রেনের সশস্ত্র বাহিনী রাস্তা দিয়ে যাওয়ার সময় যাত্রীবাহী একটি গাড়ি লক্ষ্য করে হামলা চালায়। এতে গাড়িটিতে আগুন ধরে যাওয়ায় পাঁচজন আহত হয়। হামলায় ইউক্রেন বাহিনী কামিকাজ ড্রোন ব্যবহার করে।’ গ্ল্যাডকভ বলেন, আহতদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে এক কিশোর রয়েছে।
যদিও হামলার ঘটনায় ইউক্রেনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।