ইন্দোনেশিয়ায় সমুদ্রে মিলল দুই রোহিঙ্গার মরদেহ
ইন্দোনেশিয়ার পশ্চিম আচেহ প্রদেশের মেউলাবোহ উপকূলে রোহিঙ্গা শরণার্থীদের বহনকারী একটি নৌকা ডুবে যাওয়ার একদিন পর দুই রোহিঙ্গার মরদেহ মিলেছে। আজ শনিবার (২৩ মার্চ) তাদের মরদেহ উদ্ধার করা হয়। ফরাসি সংবাদ সংস্থা এএফপি এই তথ্যের পাশাপাশি স্থানীয় উদ্ধার কর্মীদের বরাতে আরও জানিয়েছে, তারা সমুদ্রে আরও কিছু দেখতে পেয়েছে।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারে নির্যাতিত হয়ে প্রতি বছর হাজার হাজার মুসলিম রোহিঙ্গা জীবনের ঝুঁকি নিয়ে দীর্ঘ এবং ব্যয়বহুল সমুদ্র যাত্রা করে। তারা নিম্নমানের নৌকায় করে মালয়েশিয়া কিংবা ইন্দোনেশিয়ায় পৌঁছানোর চেষ্টা করে।
তেমনই একটি নৌকায় ২০ মার্চ ১৫০ জনের মতো রোহিঙ্গারা সাগর পাড়ি দিচ্ছিল। এ সময় ডুবে যায়। ঘটনার প্রথম দিকে উপকূল থেকে প্রায় ১২ নটিক্যাল মাইল দূরে নৌকাটি ডুবেছে বলে জানা যায়। এরপরের দিন সকালে ডুবে যাওয়া নৌকাটি শনাক্ত হয়। গতকাল ইউএনবির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। প্রতিবেদনে আরও বলা হয়, স্থানীয় জেলেদের মাধ্যমে উদ্ধার ছয় শরণার্থীর তথ্যে পশ্চিম আচেহ’র স্থানীয় কর্তৃপক্ষ এমন তথ্য জানায়। পরে জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা একটি উদ্ধার অভিযান শুরু করে।
এ ঘটনায় জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এবং অভিবাসন সংস্থা আইওএম বিষ্ময় ও গভীর উদ্বেগ প্রকাশ করে। এরপর আজ দুজন রোহিঙ্গার মরদেহ উদ্ধারের তথ্য জানিয়ে স্থানীয় কর্তৃপক্ষ বলেছে, জেলেরা ছয়জনের বেশি মরদেহ দেখেছে, তবে দুটি উদ্ধার করতে পেরেছে। এই দুজনই নারী বলে জানান, আচেহ জায়া সার্চ অ্যান্ড রেসকিউ অপারেশনের প্রধান মির্জা সাফরিনাদি।