জাতিসংঘে যুদ্ধবিরতি প্রস্তাব পাসের পরও থামেনি ইসরায়েল
রমজানে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির প্রস্তাব জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাস হয়।
তারপরও সেখানে থেমে নেই ইসরায়েলের অভিযান। গতকাল সোমবার (২৫ মার্চ) সারারাত ইসরায়েলি যুদ্ধবিমানের বোমাবর্ষণে বিধ্বস্ত হয়েছে গাজার দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরের বেশ কিছু এলাকা। খবর আল জাজিরার।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২৪ ঘণ্টায় গাজায় ৮১ জনের বেশি মানুষ নিহত হয়েছে। এই সময়ে ৯৩ জন আহত হয়েছে।
গাজা থেকে ইসরায়েলের সম্পূর্ণ প্রত্যাহার ও স্থায়ী যুদ্ধবিরতির আহ্বানকে "ভ্রান্তিমূলক" বলে প্রত্যাখ্যান করেছে ইসরায়েল।
ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় আজ মঙ্গলবার বলেছে, ইসরায়েল হামাসের যুদ্ধবিরতির দাবির কাছে আত্মসমর্পণ করবে না।
ইসরায়েল এবং ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের মধ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাস হয়। প্রস্তাবে নিঃশর্তে সব জিম্মি মুক্তির আহ্বানও জানানো হয়।