যুদ্ধবিরতির আলোচনায় নেতানিয়াহুর সম্মতি
যুদ্ধবিরতির আলোচনায় ফিরতে সম্মতি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আজ শুক্রবার (২৯ মার্চ) গাজায় যুদ্ধবিরতি নিয়ে নতুন করে আলোচনার বিষয়ে এই সম্মতি দেন তিনি। এর ঠিক একদিন আগে ফিলিস্তিনি ভূখণ্ডের মানুষের কাছে জরুরি মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার জন্য আন্তর্জাতিক বিচার আদালত নির্দেশ দেন। খবর হেরাল্ডের।
স্কটিশ গণমাধ্যমটি তাদের প্রতিবেদনে বলেছে, যদিও এর আগে কয়েক দফা আলোচনা ভেস্তে গেছে। তবে, এবারের এই সম্মতি সামরিক অভিযানকে থামিয়ে দিতে পারে।
নেতানিয়াহু বলেছেন, তিনি ইসরায়েলের প্রধান আলোচকদের সঙ্গে কথা বলেছেন। তিনি কাতার ও মিশরের সঙ্গে আলোচনায় যোগ দিতে ইসরায়েলি প্রতিনিধিদের অনুমোদন দিয়েছেন।
এর আগে ফিলিস্তিনের গাজা উপত্যকার ঘনবসতিপূর্ণ রাফা শহরে ইসরায়েলের সেনাবাহিনী ঢোকার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছিলেন নেতানিয়াহু।