ইসরায়েলে ইরানের হামলায় গভীর উদ্বেগ চীনের
ইসরায়েলে ইরানের হামলার পর চীন 'গভীর উদ্বেগ' প্রকাশ করেছে। একইসঙ্গে তারা ‘প্রভাবশালী দেশগুলো'কে শান্তির জন্য কাজ করার আহ্বান জানিয়েছে। আজ রোববার (১৪ এপ্রিল) এক প্রতিবেদনে একথা জানিয়েছে সাউথ চাইনা মর্নিং পোস্ট।
একই রাতে ক্ষেপণাস্ত্র ছোড়া শুরু করে ইরান। সম্প্রতি সিরিয়ার রাজধানী দামেস্কে অবস্থিত ইরানি কনস্যুলেটে হামলা ও ১৩ জনের নিহতর ঘটনায় বদলা হিসেবে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে এ হামলা চালিয়েছে ইরানের রেভল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি)। ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ইরানের প্রথম কোনো সরাসরি হামলা এটি। এএফপি বলছে, তেহরানের এই সংঘাত থেকে দূরে থাকতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে।
এদিকে, ইরানের হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্রের বিবৃতিতে বলা হয়েছে, চলমান পরিস্থিতিতে গাজা সংঘাত আরো দীর্ঘ হবে। সংঘাত এখনই শেষ হওয়া উচিত।
বিবৃতিতে চীনা মুখপাত্র আরও বলেন, গত ২৫ মার্চ জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে যে প্রস্তাব গৃহীত হয়েছে তা বাস্তবায়নে আর বিলম্ব করা উচিত নয়। চীন আন্তর্জাতিক সম্প্রদায়কে, বিশেষ করে প্রভাবশালী দেশগুলোকে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে গঠনমূলক ভূমিকা পালন করার আহ্বান জানিয়েছে।