রাফাহ ছেড়ে পালিয়েছে ৩ লাখ ফিলিস্তিনি
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার রাফাহ শহর ছেড়ে তিন লাখ ফিলিস্তিনি নাগরিক পালিয়ে গেছেন। সম্প্রতি উপত্যকাটির দক্ষিণাঞ্চলীয় এ শহরটিতে ইসরায়েলি বাহিনীর হামলার তীব্রতা বেড়ে যাওয়ায় এবং হামাস যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলি সেনাসদস্যদের প্রচণ্ড সম্মুখযুদ্ধের কারণে দলে দলে লোকজন শহরটি ছেড়ে পালাতে শুরু করেছেন। খবর আলজাজিরার।
এ ছাড়া, গাজা উপত্যকার উত্তরাঞ্চলীয় এলাকাগুলোতে আবারও সৈন্য পাঠাতে শুরু করেছে ইসরায়েল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই অঞ্চলের জাবালিয়া শরণার্থী শিবিরের আশেপাশে ট্যাঙ্কসহ ইসরায়েলি সৈন্যদের দেখা গেছে। এছাড়া আশেপাশের সাবরা ও জেইতুন শিবিরেও দেখা গেছে সৈন্যদের। রাতভর বিমান হামলার পর আজ সোমবার (১৩ মে) সকাল থেকেই স্থল অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী।
এদিকে, মিসর জানিয়েছে তারা আন্তর্জাতিক বিচার আদালতে দক্ষিণ আফ্রিকার দায়ের করা মামলায় বাদী হিসেবে যোগ দেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত নিয়েছে। গাজা উপত্যকায় গণহত্যার কনভেনশন ভাঙার দায়ে ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে দক্ষিণ আফ্রিকা।
অন্যদিকে, মিসরের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে ইসরায়েল। দেশটি বলেছে, মিসরের সিদ্ধান্ত দুই দেশের সম্পর্কের জন্য একটি বড় আঘাত হিসেবেই কাজ করবে।
ইসরায়েলে সামরিক বাহিনী জানিয়েছে, তারা গাজার উত্তরাঞ্চরের ‘ওয়েস্টার্ন ইরেজ’ ক্রসিংটি খুলে দিয়েছে। উপত্যকাটির উত্তর অংশে মানবিক সাহায্য সামগ্রী পৌঁছানোর জন্য এই ক্রসিংটি খুলে দেওয়া হয়েছে বলে জানায় তারা। যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে সমন্বয় করে ও ইসরায়েল সরকারের নির্দেশনায় ক্রসিংটি খুলে দেওয়া হয় বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ।
গত বছরের ৭ অক্টোবরের পর থেকে গাজা যুদ্ধে এ পর্যন্ত ৩৫ হাজার ৩৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছে আর আহত হয়েছে ৭৮ হাজার ৭৫৫ জন।