ভারতে গেমিং জোনে ভয়াবহ আগুনে ৯ শিশুসহ নিহত ২৭
ভারতের গুজরাটের রাজকোটে একটি গেমিং জোনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ শিশুসহ ২৭ জন মারা গেছে। গতকাল শনিবার (২৫ মে) সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।
সহকারী পুলিশ কমিশনার বিনায়ক প্যাটেল বলেন, ‘মরদেহগুলো সম্পূর্ণ পুড়ে গেছে এবং তাদের শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে।’ গেমিং জোনটির মালিকদের পুলিশ আটক করেছে।
পশ্চিম রাজকোটের বিধায়ক দর্শিতা শাহ বলেন, ‘আজ খুব দুঃখজনক ঘটনা ঘটেছে। রাজকোটের ইতিহাসে এই প্রথম কোনো গেমিং জোনে আগুন লেগে শিশুসহ মানুষের মৃত্যু হয়েছে। যতটা সম্ভব উদ্ধার কার্যক্রমের দিকে নজর দেওয়া হচ্ছে। যাদের অবহেলার কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে, তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে।’ প্রত্যেক নিহতের পরিবারের জন্য চার লাখ রুপি করে ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘রাজকোটে ঘটা অগ্নিকাণ্ডে আমি অত্যন্ত মর্মাহত। যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন, তাদের প্রতি আমার সমবেদনা। আহতদের জন্য রইল প্রার্থনা। স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তা দিতে কাজ করছে।’
দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন, ‘আমি গুজরাটের রাজকোটে একটি গেমিং জোনে অগ্নি-দুর্ঘটনায় প্রাণহানির বিষয়ে জানতে পেরে গভীরভাবে ব্যথিত। সেই পরিবারগুলোর জন্য আমার সমবেদনা, যারা ছোট শিশুসহ তাদের প্রিয়জনকে হারিয়েছে। যাদের উদ্ধার করা হয়েছে, তাদের দ্রুত সুস্থতা কামনা করছি ঈশ্বরের কাছে।’
গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল আহতদের অবিলম্বে চিকিৎসার ব্যবস্থা করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। আজ রোববার সকালে তার ঘটনাস্থল পরিদর্শন করার কথা রয়েছে।
মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল বলেন, ‘রাজকোটের গেমিং জোনে অগ্নিকাণ্ডের ঘটনায় তাৎক্ষণিক উদ্ধার ও ত্রাণ তৎপরতার জন্য পৌর করপোরেশন ও প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। আহতদের তাৎক্ষণিক চিকিৎসার ব্যবস্থা করতেও কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।’
রাজকোট পুলিশ কমিশনার রাজু ভার্গব বলেন, ‘গেমিং জোনটির মালিক যুবরাজ সিং সোলাঙ্কি নামে এক ব্যক্তি। অগ্নিকাণ্ডের পেছনের কারণ এখনই নিশ্চিত করতে পারছি না। এটা তদন্তের বিষয়। কী ধরনের ব্যবস্থা নেওয়া উচিত, তা নিয়ে আমরা ফায়ার ব্রিগেড কর্মকর্তাদের সঙ্গে কথা বলব।’