লোকসভা নির্বাচন : পুরো ফলাফল জানা যাবে কখন
বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারতে চলছে জাতীয় নির্বাচনের ভোট গণনা। ইতোমধ্যে একটি আসনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) জয়ী হওয়ার তথ্য পাওয়া গেছে। তবে নির্বাচনের পুরো ফলাফল জানতে আরও কিছু সময় অপেক্ষায় থাকতে হবে।
আজ মঙ্গলবার (৪ জুন) সকাল আটটায় ভোট গণনা শুরু হয়।
সংবাদমাধ্যম বিবিসি জানায়, ভোট গণনা কেন্দ্রগুলো থেকে ইতোমধ্যে ফলাফলের প্রাথমিক প্রবণতা আসা শুরু হয়েছে। কয়েক ঘণ্টার মধ্যে এটি আরও স্পষ্ট হবে।
কোনো ধরনের অপ্রত্যাশিত ঘটনা না ঘটলে ভারতের স্থানীয় সময় দুপুর ১২টা নাগাদ বড় ব্যবধানে বিজয়ী ও পরাজিতদের সম্পর্কে মোটামুটি পরিষ্কার ধারণা পাওয়া যাবে। তবে কিছু ফলাফল আসতে বেশি সময় লাগতে পারে। এমনকি, গণনা শেষে ফলাফল পেতে পরের দিন পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।
সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতৃত্বাধীন জোট এনডিএ ৩০১ আসনে এবং বিরোধী দলগুলোর জোট ইন্ডিয়া ২১১ আসনে এগিয়ে রয়েছে।
আজ সবার চোখ ভারতের জাতীয় নির্বাচনে ভোট গণনার দিকে। পাঁচ বছরের জন্য সরকার গঠন করবে, কোন দল সেদিকে লক্ষ সবার। যদিও বিভিন্ন জরিপে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই আবার ক্ষমতার মসনদে বসতে যাচ্ছেন বলে আভাস পাওয়া গেছে।
এদিকে ভারতীয় নির্বাচন কমিশনের তথ্যমতে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় গুজরাট রাজ্যের সুরাট আসন থেকে জয় লাভ করেছেন বিজেপির প্রার্থী মুকেশ দালাল।