কেরালায় এগিয়ে কংগ্রেসের থারুর
কেরালার তিরুবনন্তপুরম লোকসভা আসনে এগিয়ে রয়েছেন প্রবীণ কংগ্রেস নেতা শশী থারুর। দুপুর আড়াইটায় প্রায় সাত হাজার ভোটে এগিয়ে ছিলেন তিনি। ভোটের দৌড়ে পিছিয়ে আছেন বিজেপির রাজীব চন্দ্রশেখর।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এসব তথ্যের পাশাপাশি জানিয়েছে, এই নির্বাচনে কেরালায় লোকসভার ২০টি আসনের লড়াই নিয়ে বিশেষ আগ্রহ রয়েছে। কেননা, দক্ষিণ রাজ্যে কখনও একটি লোকসভা আসনও জেতেনি বিজেপি। এই আসনে ২০০৯ সালে সিপিআই-এর পি রামচন্দ্রন নায়ারকে প্রায় এক লাখ ভোটে পরাজিত করেন থারুর। তখন ১৪ শতাংশেরও বেশি ভোট পেয়েছিলেন তিনি। ২০১৪ সালে ১৬ হাজারেরও কম ভোটে বিজেপির ও রাজাগোপালকে পরাজিত করেছিলেন। এর পাঁচ বছর পর ২০১৯ সালে এক লাখ ভোটে বিজেপির কে রাজশেখরনকে পরাজিত করেছেন কংগ্রেস এই সদস্য।
তবে বুথ ফেরত জরিপে চন্দ্রশেখর তার প্রতিদ্বন্দ্বীকে থারুরকে পরাজিত করবেন বলে অনুমান করা হয়েছিল।
এপ্রিলে থারুর ক্ষমতাসীন বামফ্রন্টের প্রচার কৌশল নিয়ে প্রশ্ন তুলেছিলেন। দলটি কাগজে-কলমে কংগ্রেসের নেতৃত্বাধীন ভারত জোটের মিত্র। তবে রাজ্যে কংগ্রেসের প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রতিযোগিতা করছে দলটি। রাজনৈতিক মতাদর্শের দীর্ঘস্থায়ী পরিবর্তনের কারণে এক রাজ্যে জোটবদ্ধ দলগুলো অন্য রাজ্যে প্রতিদ্বন্দ্বী হতে পারে বলে মনে করছেন থারুর।