শত আসনে বিজয়ের পথে কংগ্রেস
লোকসভা নির্বাচনের প্রাথমিক ফলাফলে এগিয়ে বিজেপির নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (এনডিএ) । তবে, গতবারের তুলনায় তারা অর্ধশতাধিক আসনে পিছিয়ে আছে। দেশটির লোকসভার ৫৪৩ আসনের মধ্যে আজ মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত ২৯৭টি আসনে এগিয়ে তারা। অন্যদিকে, বিরোধী ইন্ডিয়া জোট ২২৫টি আসনে এগিয়ে। আর বাকিগুলোতে এগিয়ে অন্যরা।
এখন পর্যন্ত জানা গেছে, পরপর দুইটি লোকসভা নির্বাচনে শোচনীয় ফল করার পর কংগ্রেস এবার ৯৪টি আসনে এগিয়ে আছে। বিজেপি এককভাবে ২৪১টি আসনে এগিয়ে। তবে, তারা গতবারের তুলনায় ৬২টি আসনে পিছিয়ে আছে।
এবারও এক্সিট পোলের পূর্বাভাস মেলেনি। এগিয়ে পিছিয়ে থাকার হিসাবে দেখা যাচ্ছে, চারশ পার দূরস্থান, এনডিএ তিনশর কম আছে। যদি এরকমই ফলাফল হয়, তাহলে বিজেপি একার ক্ষমতায় সরকার গঠন করতে পারবে না। কারণ, তারা এখনও পর্যন্ত ২৪১টিতে এগিয়ে। সরকার গঠনের জন্য চাই ২৭২। তবে, এই এগিয়ে পিছিয়ে থাকার হিসাব পরে বদলাতেই পারে।