ভারতের ৪৪৯ আসনে চূড়ান্ত ফল : বিজেপি ২১১, কংগ্রেস ৮১
ভারতের লোকসভার সাত ধাপের নির্বাচন শেষ হয়েছে গত হয়েছে শনিবার (১ জুন)। ১৮তম এই নির্বাচনে ভোট দিয়েছেন দেশটির প্রায় ৬৪ কোটি নাগরিক। আজ মঙ্গলবার (৪ জুন) ঘোষণা করা হচ্ছে ফলাফল। দেশটির নির্বাচন কমিশন তাদের লাইভ চার্ট রাত ১১টায় জানিয়েছে, মোট ৫৪৩ আসনের মধ্যে এ পর্যন্ত ৪৪৯ আসনের প্রাথমিক ফলাফল ঘোষণা করা হয়েছে। যেখানে ২১১টি আসন পেয়ে শীর্ষে আছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।
ইসি আরও জানিয়েছে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস (আইএনসি) ৮১টি, সমাজবাদী পার্টি (এসপি) ৩৪টি, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস (এআইটিসি) ২৪টি আসন পেয়েছে। এ ছাড়া স্বতন্ত্ররা পেয়েছে ছয়টি আসন। আর ডিএমকে ১০টি করে আসন পেয়েছে।
অন্যদিকে, ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) চারটি ও আম আদমি পার্টি (এএএপি) তিনটি করে আসনে জয়লাভ করেছে। বাকি আসনে অন্যান্য দলগুলোর বিজয় লাভ করেছে। ওই দলগুলোর মধ্যে আছে—তেলেগু দেশম পার্টি, ভয়েস অব দ্য পিপল পার্টি, শিবসেনা, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এসসিপি), এসকেএম, এএসপিকেআর, এইচএএমএস, সিপিআই (এম)।
গতকাল পর্যন্ত বুথ ফেরত জরিপ বলছিল, নরেন্দ্র মোদির বিজেপির নেতৃত্বে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স বা এনডিএ টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করতে যাচ্ছে, যেখানে কংগ্রেসের দাবি—তারাই এ নির্বাচনে জিতবে। যদিও এবার বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে কি না, তা নিয়ে তৈরি হয়েছে সংশয়।