যুদ্ধকালীন মন্ত্রিসভা ভেঙে দিলেন নেতানিয়াহু
যুদ্ধকালীন মন্ত্রিসভা ভেঙে দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। ঈদ শুভেচ্ছায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গাজা যুদ্ধবিরতির তাগাদা দেওয়ার পর।
এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের সীমান্তে উত্তেজনা কমানোর জন্য চাপ তৈরিতে একজন মার্কিন দূত শীর্ষ ইসরায়েলি নেতাদের সঙ্গে আলোচনা করেছেন।
এদিকে, ওয়াশিংটন ডিসির স্থানীয় সময় রোববার (১৬ জুন) রাতে হোয়াইট হাউজের এক বিবৃতিতে তিনি এই তাগাদা দেন। বিবৃতিতে জো বাইডেন এবং ফার্স্টলেডি জিল আমেরিকা ও বিশ্বের মুসলিমদের ঈদ শুভেচ্ছা জানান।
এর কয়েক ঘণ্টা পর সোমবার বিকেলে ছয় সদস্যের যুদ্ধকালীন মন্ত্রিসভা ভেঙ্গে দেন নেতানিয়াহু। যদিও নতুন নির্বাচনের দাবিতে মন্ত্রিসভা থেকে ইতোমধ্যেই পদত্যাগ করেছেন বেনি গান্টজ এবং গাদি আইসেনকট।
এদিকে ঈদের মধ্যে দক্ষিণ গাজার রাফায় উদ্বাস্তু শিবিরে শেষ ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় অন্তত ১০ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে।